কলকাতা : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। এর মধ্যেও সচল রয়েছে হাওড়া – শিয়ালদা শাখার ট্রেন পরিষেবা। তবে, ভারী বৃষ্টির কারণে ধীর গতিতে চলছে ট্রেন। লাইনে জল জমে যাওয়ার কারণে লোকাল ট্রেন চললেও, বাতিল করা হয়েছে কয়েকটি দূরপাল্লার ট্রেন।
হাওড়া শাখার ট্রেন চলাচল জারি থাকলেও টিকিয়াপাড়া কারশেডে এবং হাওড়া সেকেন্ড লাইনে জল বিপদসীমার ওপর থেকে বইছে। ফলে, হাওড়া স্টেশনের দুই শাখায় খুব ধীরগতিতে চলছে ট্রেন। সমস্যায় পড়েছেন যাত্রীরা। একটানা বৃষ্টি চলতে থাকলে বন্ধ হতে পারে পরিষেবা। ইতিমধ্যেই রিশিডিউল করা হয়েছে হাওড়া- জব্বলপুর এক্সপ্রেস।
অন্যদিকে, বাগবাজার থেকে বিবাদী বাগ পর্যন্ত রেললাইন জলের তলায়। ফলে, বন্ধ রাখা হয়েছে চক্র রেল পরিষেবা। জল না নামা পর্যন্ত ট্রেন চালানো যাবে না বলে জানিয়েছে চক্ররেল কর্তৃপক্ষ। কলকাতা স্টেশনে ঢোকার মুখেও জল জমেছে। ফলে, কলকাতা স্টেশনের দুটি দূরপাল্লার ট্রেন রিশিডিউল করা হয়েছে। একটি কলকাতা – জম্বু তাওয়াই। অন্যটি কলকাতা – ডিব্রুগড়।
জলমগ্ন হাওড়া স্টেশন, জারি পরিষেবা
আরও পড়ুন – দুপুর ৩টে পর্যন্ত বন্ধ লকগেট, টানা বৃষ্টিতে শহরজুড়ে জলযন্ত্রণা
লোকাল ট্রেন গুলি চলছে ধীরগতিতে কারণ ভারী বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিদিক। ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা স্টেশনে ট্রার্মিনালে জল জমার কারণে লালগোলা – কলকাতা ট্রেনটিকে কলকাতা স্টেশনের পরিবর্তে শিয়ালদা স্টেশনে ঢোকানো হয়েছে।
টিকিয়াপাড়া থেকে হাওড়া যাওয়ার লাইনে জল
আরও পড়ুন – ধাপাতেই ১২৭ মিমি , উল্টোডাঙা-কালীঘাটেও রেকর্ড বৃষ্টি
কলকাতা স্টেশন থেকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে দুটি ট্রেন একটি হল কলকাতা বালুরঘাট এক্সপ্রেস অন্যটি কলকাতা গোরখপুর এক্সপ্রেস। ক্রমাগত বৃষ্টি চললে বাড়তে পারে জলস্তর। ফলে বাতিল হতে পারে বিভিন্ন শাখার দূরপাল্লার ট্রেন।