দুর্গাপুর: সেইলের জমিতে (Land) বসবাসকারীদের উচ্ছেদ নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ (BJP MP) এস এস আলুওয়ালিয়ার (S S Aahluwalia) হুঁশিয়ারি, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে আমি বুলডোজারের (Bulldozer) সামনে দাঁড়িয়ে তা রুখব।
রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইলের অধীনস্ত দুর্গাপুর (Durgapur) ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানার জমিতে বসবাসকারী মানুষদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। উচ্ছেদের নোটিস দিতেই পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরের ৩২ এবং ৩৩নং ওয়ার্ডের মানুষ বিক্ষোভে নেমেছেন। শনিবার সকালে দুর্গাপুরের ইস্পাতনগরীর বাড়িতে সাংবাদিক বৈঠক করে সাংসদ সুরেন্দ্রর সিং আলুওয়ালিয়া বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সম্প্রসারণ করতে যেমন জমির প্রয়োজন তেমনি ওই জমির উপর বসবাসকারী মানুষদের উচ্ছেদ করতে গেলে পুনর্বাসনও দিতে হবে। আমি সকলকে বলছি, পুনর্বাসন না দেওয়া পর্যন্ত কেউ জমি ছাড়বেন না। কেন্দ্রীয় সংস্থা উচ্ছেদ করতে এলে আমি বুলডোজারের সামনে দাঁড়াব।
আরও পড়ুন:TMC Leader| Magrahat| গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, দাবি সিপিএমের
আলুওয়ালিয়া জানান, রাজ্যের সব রাজনৈতিক দলই সেইলের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ চেয়েছে। তার জন্য জমি দরকার। কারণ, সম্প্রসারণ তো আর হাওয়ায় হবে না। কিন্তু এতদিন ধরে যেসব মানুষ এই জমিতে বসবাস করছেন তাঁদের রাতারাতি উচ্ছেদ করা চলবে না। পুনর্বাসনের ব্যবস্থা থাকলে মানুষ স্বেচ্ছায় জমি ছেড়ে দেবে। তিনি বলেন, কিন্তু তার জন্য জোর করে জমি কেড়ে নেওয়া চলবে না। স্থানীয় মানুষদের আশ্বস্ত করে সাংসদ বলেন, আমি আপনাদের পাশে আছি। বিজেপি সাংসদ হয়েও কেন্দ্রীয় সংস্থার উচ্ছেদের বিরোধিতা করায় স্থানীয় বাসিন্দারা আলুওয়ালিয়াকে অভিনন্দন জানান।