কলকাতা: ব়্যাগিং (Ragging) বিরোধী কনভেনশন (Convention) থেকে ব়্যাগিংকে নির্মূল করার দাবি উঠল। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এইচ এল রায় মেমোরিয়াল হলে ব়্যাগিং বিরোধী গণ কনভেনশন প্রস্তুতি কমিটির উদ্যোগে হয়ে গেল ব়্যাগিং বিরোধী গণ কনভেনশন। ব়্যাগিংয়ের মতো ব্যাধি স্বমূলে উৎখাতের আওয়াজ ওঠে কনভেনশন থেকে। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রঞ্জিত শূর, বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা, অধ্যাপক অনুপম বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানবাধিকার কর্মী রঞ্জিত শূরের বক্তব্য, শুধু যাদবপুর নয়, আইআইটি সহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটছে। শুধু সিসিটিভি বসিয়ে সমস্যার সমাধান হবে না। পড়ুয়াদের মধ্যে বিশেষ সচেতনতা প্রয়োজন। তাঁর অভিযোগ, যাদবপুর এখন রাজনীতির শিকার হচ্ছে। রাজনৈতিক দলগুলি পড়ুয়াদের উপর আক্রমণ করছে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। সেই নির্বাচন অবিলম্বে করার দাবি তোলেন তিনি। অন্যদিকে বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা জানান শিক্ষা প্রতিষ্ঠানে আগাগোড়া ব়্যাগিং নামের ব্যাধি ছিল। কিন্তু ব়্যাগিংয়ের নামে একজন পড়ুয়ার মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে কোনটা করব আর কোনটা করব না সেটা পড়ুয়াদের বুঝতে হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ধূপগুড়িতে মহকুমা হচ্ছেই, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাগিং আক্রান্তদের বিচার, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ ১১ দফা দাবি ওঠে ওই কনভেনশন থেকে। উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়। অভিযোগ, ওঠে ব়্যাগিং এর ঘটনা ওই ঘটনায় জড়িত রয়েছে। সেই ঘটনায় যাদবপুরের একাধিক পড়ুয়া ও প্রাক্তনী গ্রেফতার হয়েছে। তাতেই বিষয়টি নিয়ে শোরগোল হয়। দাবি ওঠে ব়্যাগিংকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্মূল করতে হবে।