Placeholder canvas
কলকাতা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Aajke | ও জীবন ছাড়িয়া যাস নে মোরে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ০৭:৩৫:৫১ পিএম
  • / ১০৩ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

মানুষের কাজ করব বলে যারা মাঠে নেমেছিল, তাদের কেউ কেউ লাশকাটা ঘরে, কেউ গুমখুন হয়ে গেছে। কারওর লাশ ভেসে গেছে আদিগঙ্গার জলে, কেউ বা ১৪-১৬-১৮ বছর জেল খেটে বেরিয়ে এসে এই নতুন পৃথিবী দেখে আর ঘর থেকেই বের হয় না, ঘোলাটে দৃষ্টি চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পায়ের চেটো হঠাৎই টনটন করে, উল্টো করে ঝুলিয়ে ওইখানেই লাঠি দিয়ে মেরেছিল তো? ৭০-এ রাত্রির বৃন্ত থেকে তুলে নিয়ে আসব ফুটন্ত সকাল, এই ভেবে যারা ঘর ছেড়ে, পড়াশুনো ছেড়ে পথে নেমেছিল, পথ চিনে নিতে হাতের চেটোতে প্রাণটা বাজি রেখে, তাদের কথা বলছিলাম। স্বাধীনতার আন্দোলনের পরে ওই এক অধ্যায় গেছে। স্বাধীন দেশে, নিঃস্বার্থভাবে মানুষের কাজ করতে নেমেছিল মানুষ। স্বাধীনতার পর থেকেই রাজনীতিতে নিঃস্বার্থভাবে কাজ করাটা ব্যতিক্রম। অতুল্য ঘোষ মারা গিয়েছেন, কানাকড়িও ছিল না তাঁর ব্যাঙ্কে। কিংবা প্রভাস রায়, বিনয় চৌধুরী। নেতাদের কথা বাদই দিলাম, তলার সারিতেও কী কংগ্রেস, কী বাম, কী তৃণমূল, প্রত্যেক দলেই কিছু সৎ মানুষ আছেন, কিন্তু তাঁরা ব্যতিক্রম। আজ মন্ত্রীসান্ত্রী আমলা নেতা যে ভাবে লাইন দিয়ে জেলে যাচ্ছে সেখানে জীবনের মোবাইল ছুড়ে ফেলাটা খানিক খোরাক আর নাটুকে হতেই পারে, কিন্তু এই ছবিই তো সর্বত্র। রাজনীতিতে সততা আজ ব্যতিক্রম। সেই কথাই বিষয় আজকে।

মুর্শিদাবাদের বড়ঞার এক এঁদো পুকুরে দু’খানা মোবাইল ছুড়ে ফেলে দিলেন তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। খামোখা মোবাইল ছুড়ে ফেলবেনই বা কেন? কারণ তো ছিলই, বাড়িতে সিবিআই এলে কাগজের প্যাকেট, দলিল দস্তাবেজ, মোবাইল, কম্পিউটার ছুড়ে ফেলতেই হয়, কারণ তাতে অনেক পাপের, অনেক অন্যায়ের সূত্র লেখা থাকে। তো জীবনও ছুড়ে দিলেন মুঠোফোন, তারপর থেকে দেদার নৌটঙ্কি। জেসিবি আসছে, মানুষ নামছে, এঁদো ডোবা, তার থেকে বের হচ্ছে কই, মাগুর, ল্যাটা, শোল কিন্তু সেই রাঘব বোয়ালের হদিশ নেই। টিভিতে লাইভ চলছে একটানা, মানুষের বর্ষ শুরুতেই এমন আমোদের ব্যবস্থা, ধারাবিবরণী চলছে— এই পাওয়া গেল শোল মাছ, কেজি দেড়েকের, ইত্যাদি ইত্যাদি। তারপর জীবনের বউ টগরির কান্না, সিঁদুরের কৌটোতে সিম কার্ড, জীবনের টক ডাল ডাঁটা কুমড়োর চচ্চড়ি খাওয়া। আমোদগেঁড়ে বাঙালির কী আনন্দ কী আনন্দ। অন্যদিকে হাজার হাজার ছেলেমেয়ের মেধাকে অতিক্রম করে চাকরি লুঠ হয়েছে এটা তো ঘটনা।

আরও পড়ুন: Aajke | রেখেছ বিজেপি করে মা গো, বাঙালি করোনি 

আচ্ছা এই সরকার বা বলা ভালো মমতার সরকার কিছুই কি করেনি? অনেক কিছু করেছে, রাস্তাঘাট, হাসপাতাল। বিদ্যুৎ এখন হুট বলতে ঝুট চলে যায় না, পর্যটন কেন্দ্রগুলো সুন্দর হয়ে উঠেছে, বিভিন্ন প্রকল্পে সরাসরি টাকা পাচ্ছেন বিরাট সংখ্যক মানুষ। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতি, এই মন্ত্রী সেই মন্ত্রী, অমুক নেতা তমুক নেতা আজ সিবিআই তো কাল ইডি, আজ হাজতে তো কাল জেলে। তৃণমূল শাসনের এক বিরাট ব্যর্থতা এই দুর্নীতি, শিক্ষা, চাকরি, গরু চুরি, কয়লা চুরি আর তার সঙ্গে জড়িয়ে থাকা তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা। মানুষ দেখতে চান এক সরকার যা তাদের কথা ভাবে, তাদের জন্য কাজ করে, কিন্তু সেই তাদের এক বিরাট অংশ যখন জড়িয়ে পড়ে সীমাহীন দুর্নীতির সঙ্গে তখন মানুষের বিভ্রান্তি বাড়ে বইকী। অবশ্যই যে কোনও সময় এই বাংলার এইসব দুর্নীতির সম্মিলিত পরিমাণ অন্য অনেক রাজ্যে চলতে থাকা দুর্নীতির বা মোদিজির সরকারের বদান্যতায় আদানির দুর্নীতির ধারেকাছেও নয়, কিন্তু তা তো কোনও যুক্তি হতে পারে না। এক্কেবারে গ্রাসরুট লেভেলের তৃণমূল রাজনৈতিক কর্মী থেকে বড় মেজ সেজ ছোট নেতাদের মধ্যে ছড়িয়ে পড়া দুর্নীতির এক হিল্লে না করতে পারলে এটাই হয়ে দাঁড়াবে তৃণমূলের পতনের অন্যতম কারণ। মানুষ ইদানিং মনে করতেই শুরু করেছে যে রাজনীতি মানুষ করছে টাকা রোজগারের জন্য, রাজনীতি করছে ক্ষমতার জন্য, যে ক্ষমতা কোটি কোটি টাকার পাহাড় গড়ে দিতে পারে, গড়ে দিচ্ছেও। মানুষ কি সত্যিই এটা মনে করে, বিশ্বাস করে?

মাঝেমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলেছেন, সোনা দানা কি চিবিয়ে খাবে? কত টাকা দরকার? কেউ শুনছে? যদি বা শোনে, কেউ মানছে? আজ পার্থ তো কাল কুন্তল তো পরশু শান্তনু, তারপরের দিন তাপস, দুর্নীতির মিছিল চলেছে। ওই এঁদো পুকুরে জীবন ছুড়ে ফেলে দিল মোবাইল, দেখতে পেল কেউ কেউ, খুঁজে বারও করল কিন্তু এঁদো পুকুর থেকে আদিগঙ্গায় বিবেক, বুদ্ধি, নীতি, নৈতিকতা, সততা, জীবনের প্রত্যেক মূল্যবোধ যারা ছুড়ে ফেলে দিয়েছে, দিচ্ছে প্রতিদিন, তাদের সেই খোয়া যাওয়া জীবনের ধন কি আর কখনও ফেরত আসবে? মানুষের বিশ্বাস নিয়ে যে ছিনিমিনি খেলা আমরা দেখছি তা কি ফেরত দেওয়া যায়? যায় না। আর ঠিক সেই অবেলায় এই নষ্ট জীবন গান গায়। ও জীবন ছাড়িয়া যাস নে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা জীবন রে।    

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

স্ত্রীকে সঙ্গে নিয়ে পুষ্পার গানের তালে নাচলেন কেজরিওয়াল, ভাইরাল ভিডিও
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
অশান্ত ভাঙড়, তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, অবস্থা ভয়াবহ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
সুখবর! ৫ বছর পর খুলছে কৈলাস এবং মানস সরোবরের দরজা
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদে পৌঁছল জাতীয় মহিলা কমিশন, কী কথা বললেন স্থানীয়দের সঙ্গে?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মিশরীয় মডেলের প্রেমে হাবুডুবু হানি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
রাশিয়া-ইউক্রেন যু *দ্ধ নিয়ে বিরাট বক্তব্য ট্রাম্পের
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বিদেশ থেকে আসছে চিতা, ঘুরবে ভারতের জঙ্গলে জঙ্গলে!
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মণিপুরের বিতর্কিত অডিও টেপের ফরেনসিক তৈরি, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র  
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
পলক কি এখন শুধু ‘ভাল বন্ধু’! ইব্রাহিমের নজর রাশার দিকে?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
প্রবল বৃষ্টি, ভেঙে পড়ল চারতলা বাড়ি, চলছে উদ্ধারকাজ … দেখুন কী অবস্থা
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
নেই জল, রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র! গুজরাত মডেলের বাস্তব চিত্র
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি …. কী হয়েছে? এখন কেমন আছেন?  
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস? যা জানাল আবহাওয়া দফতর
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বিশ্বকাপের পর বার্সায় ফিরতে চেয়েছিলেন লিও মেসি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team