কাকদ্বীপ: গভীর সমুদ্রে জাহাজের (Ship) সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। তবে ডুবে যাওয়া ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর নৈনানের গাজীপুরের ঘাট থেকে ১৬ জন মৎস্যজীবী এফ. বি. রাজেশ্বরী ট্রলারে করে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেয়। এদিন গভীর রাতে সমুদ্রে জাল ফেলে ট্রলারের মৎস্যজীবীরা মাছ ধরছিলেন। মাছ ধরার সময় একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, জম্বুদ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে প্রায় এক টন মাছ ছিল। ট্রলারটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা সমুদ্রে ভাসতে থাকেন। তবে ডুবে যাওয়া ট্রলারের আশেপাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা এসে সমুদ্রে ভাসতে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করেন। ডুবে যাওয়া ট্রলারটিকেও উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন: দলত্যাগী প্রাক্তন বিধায়কের বুথেই বিজেপির হার
কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।