কলকাতা: ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। তাদের দাবি, পঞ্চায়েত ভোটে দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটকর্মীদের জন্য প্রয়োজনীয় বিমার ব্যবস্থা করতে হবে। শুক্রবার এইসব দাবিতে শিক্ষক সমিতি নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে।
সিপিএম প্রভাবিত ওই শিক্ষক সংগঠনের বক্তব্য, পঞ্চায়েত ভোটে প্রায় ৬৩ হাজার বুথে ১ লক্ষেরও বেশি শিক্ষক-শিক্ষিকা কাজ করবেন। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, এই ভোটকর্মীদের ভোটের সময় শাসকদলের হুমকির মুখে পড়তে হয় কখনও কখনও। এমনকি ভোট কর্মীদের নিগ্রহের ঘটনাও বিরল নয়। গত পুরভোটেই রায়গঞ্জে ভোটের ডিউটির পর রেললাইনে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। আজ অবধি সেই অস্বাভাবিক মৃত্যুর কোনও কিনারা হয়নি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Oppositions | দফাওয়ারি ভোটের দাবিতে সরব শুভেন্দু, অধীর
সমিতির দাবি, প্রতি বুথে অন্তত চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে। এক দফার ভোটে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয় বলে মনে করছে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। নিরপেক্ষ ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার সুনিশ্চিতও করতে হবে বলে সমিতি রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে।
সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চও পঞ্চায়েত নির্বাচন ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। তারা কয়েক দফায় কমিশনের কর্তাদের সঙ্গে দেখাও করেছে এই দাবিকে সামনে রেখে। একই সঙ্গে তাদের আরও দাবি, এখন থেকেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আইনজীবীদের বামপন্থী সংগঠনও প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।