তমলুক: জেলায় জেলায় চলছে পঞ্চায়েত ভোট। নির্বাচন ঘিরে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। শাসক-বিরোধী সংঘর্ষের ছবি দেখা গিয়েছে একাধিক পঞ্চায়েতে। বিবাদের জেরে ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক অন্যরকম ঘটনা ঘটতে দেখা গেল পূর্ব মেদিনীপুরে। ভোটের দিনই নির্বাচনী প্রতীক পাল্টে গেল এক নির্দল প্রার্থীর। অভিযোগ আমের বদলে গাড়ির প্রতীকে ভোট দেওয়ার নির্দেশ দিলেন অফিসার। এমনকী সেই নির্দল প্রার্থীকে ১ ঘণ্টা সময় দেওয়া হল নির্বাচনী প্রচার সারার জন্য।
পূর্ব মেদিনীপুরের তমলুকের পদুমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর ৩৩ নম্বর বুথের পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী শবনম বিবি আম চিহ্নে দাঁড়িয়ে ছিলেন।ভোট দিতে গিয়ে ভোটাররা দেখেন ব্যালট বক্সে আম চিহ্ন নেই। রয়েছে গাড়ির প্রতীক। স্বাভাবিকভাবেই ভোটাররা বুঝতে পারেন না কোন চিহ্নে ভোট দেবেন তাঁরা। নির্দল প্রার্থীকে ভোট না দিয়েই অনেকে বেরিয়ে আসেন বাইরে। ঘটনা জানাজানি হতে প্রার্থী শবনম বিবি যান প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে। উত্তরে অফিসার তাঁকে ১ ঘন্টা সময় দেন গাড়ি চিহ্নে প্রচারের জন্য। কিন্তু তা মেনে নেননি নির্দল সমর্থকরা। বুথের বাইরেই অফিসারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রার্থী সহ তাঁর অনুগামীরা।
আরও পড়ুন: Panchayat Election | Bhirbhum | BJP | TMC | বীরভূমে ময়ূরেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
অবশেষে ভোট বয়কটের ডাক দেন ওই নির্দল প্রার্থী। যদিও ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করেননি প্রিসাইডিং অফিসার। পূর্ব মেদিনপুরের তমলুকের পদুমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর ৩৩ নম্বর বুথে এখন ভোটদান প্রক্রিয়া চলছে। তবে প্রিসাইডিং অফিসার নির্দল প্রার্থীর কথা না শোনায়, তমলুক ময়না রাজ্য সড়কের উপর বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান শবনম এবং তাঁর সমর্থকরা। তবে এই ঘটনার জেরে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি। পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়েছিল।