কলকাতা: মনোনয়নের নথি বিকৃত করা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। আগামিকাল শুক্রবার শুনানি।
এদিকে বৃহস্পতিবারও বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে ফের ভর্ৎসনা করলেন। আইএসএফ প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারপতি সিনহা বলেন, পঞ্চায়েত ভোট হচ্ছে কী হচ্ছে না, সেই প্রশ্নের সঠিক উত্তর চাই কমিশনের কাছ থেকে। বেলা ২টোয় কমিশন এসে সেই জবাব দিক। জানি না, ভোটের নামে কী হচ্ছে এ সব। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনার এখনও আছেন?
আরও পড়ুন: Panchayat Election | ভোট হবে না অনেক আসনে, কিন্তু কেন, জানাল কমিশন
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে ১৫ জুন ভাঙড় ২ নং ব্লকের ৮১ জন আইএসএফ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন পুলিশি নিরাপত্তার মাধ্যমে। প্রার্থীদের অভিযোগ, ২০ জুন থেকে কমিশনের ওয়েবসাইটে তাদের নাম দেখতে পাওয়া যায়নি। প্রার্থীদের দাবি, ইচ্ছাকৃত ভাবে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রথমর্থে মামলার শুনানি চললেও এজলাসে অনুপস্থিত ছিলেন কমিশনের আইনজীবী। বেলা ২টোয় ফের শুনানি হবে এই মামলার।