লখিমপুর : লখিমপুরের বিক্ষুব্ধ কৃষকেরা যখন পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তখনই পিছন থেকে এসে একটি গাড়ি পিষে দিয়ে চলে গেল ৷ গাড়িটা একটু এগিয়ে থামল ৷ গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালল জনা কয়েক ৷ গাড়ির চালক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র ৷ ভিডিয়োতে দেখা গেল, কৃষকদের সরানোর যাওয়ার জন্য কোনও চেষ্টাই করেননি আশিস ৷ লখিমপুরের কৃষক খুনে এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ৷
আরও পড়ুন সাত ঘণ্টা পর চালু ফেসবুক-হোয়াটসঅ্যাপ, ক্ষমা চাইলেন জুকারবার্গ
এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কৃষকরা । যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অজয়।
লখিমপুরে দাউ দাউ করে জ্বলছে মন্ত্রীর গাড়ি
তাঁর দাবি ঘটনাস্থলে তিনি এবং তার ছেলে কেউই উপস্থিত ছিলেন না ৷ এই ঘটনায় আট কৃষকের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে একজনকে গুলি করে মারা হয়েছে ৷ গাড়ির ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যায় ৷ তৃতীয়জন হাসপাতালে মারা যান ৷ ঘটনায় আরও দশজন গুরুতর আহত হন ।
আরও পড়ুন প্রকাশ্যে মহিলার গলা কেটে খুন, সিসিটিভিতে ধরা পড়ল খুনের দৃশ্য
পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। কৃষক নেতা এবং নিহত ৫ কৃষকের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলবেন তাঁরা। দোলা সেন, আবীররঞ্জন বিশ্বাস, প্রতিমা মণ্ডল লখিমপুরে পৌঁছলেও লখিমপুর খেরিতে যেতে পারেননি কাকলি ঘোষদস্তিদার ও সুস্মিতা দেব। যোগীর প্রশাসন তাঁদের বাধা দিয়েছে। তাই তাঁরা লখনউ ফিরে যান ।