কলকাতা: প্রাথমিক শিক্ষক পদে বেআইনিভাবে নিয়োগের আলাদা তালিকা হাইকোর্টে (Highcourt) পেশ করল সিবিআই (CBI) ও ইডি (ED)। দুটি তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠাতে বলা হয়েছে। যা যাচাই করে পর্ষদকে আইনমাফিক ব্যবস্থা দিতে হবে।
ইডি (Enforcement Director) তালিকায় নাম রয়েছে ২০৬৯ জনের। ২৩৮ জনের নাম রয়েছে সিবিআই তালিকায়। বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশ, শিক্ষক ও পুরকর্মী নিয়োগের তদন্ত চলবে একসঙ্গে। আদালতের পর্যবেক্ষণেই তদন্ত চলবে। রিপোর্ট দাখিল করতে হবে হাইকোর্টে (Calcutta Highcourt)। তদন্তকারী দলের সদস্যদের বদল করা যাবে না।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশের পরও নিরাপত্তার অভাব, খুন মামলাকারীর স্বামী
এদিন পেশ হওয়া ইডি রিপোর্টে লিপস এন্ড বাউন্ড (Lips and Bound) সংস্থায় তল্লাশি অভিযানের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। জানানো হয়, ওই সংস্থার একটি কম্পিউটারে ভুল করে এক অফিসার কিছু ফাইল ডাউনলোড করেছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে। এমন কাজের তীব্র সমালোচনা করেছে আদালত। সেইসঙ্গে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নতুন করে সমন পাঠানো হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছে আদালত।