প্রয়াত জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ (Game of Thrones) অভিনেতা ড্যারেন কেন্ট (Darren Kent)। বিরল ত্বকের সমস্যা (Skin Problems) নিয়ে ভুগছিলেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। এত অল্প বয়সে এ অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি ভক্তরা-অনুরাগীরা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হলিউডে।
২০১২ সালে ভ্যান ডি’অর অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন কেন্ট। ২০২১ সালে শর্ট ফিল্ম ‘ইউ নো মি’ পরিচালনা করেছিলেন ড্যারেন কেন্ট। যার জন্য পুরস্কারও পেয়েছিলেন তিনি। ড্যারেন কেন্টও অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস ছাড়াও ত্বকের নানা সমস্যায় ভুগছিলেন। যার কারণে তাঁর রোদে বেরোতে সমস্যা হতো। অবশ্য তাঁর মৃত্যু কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: উপাচার্য না থাকা খুব সমস্যার, যাদবপুরের অধ্যাপকরা রাজ্যপালকে জানালেন
২০০৮ সালে হরর সিনেমা ‘মিররস’-এ অভিনয় করেন ড্যারেন কেন্ট। ‘গেম অব থ্রোনস’-এর একটি পর্বেও অভিনয় করেছিলেন তিনি। ২০২৩ সালে ‘ডাঞ্জিয়নস এন্ড ড্রাগনস: অনর অ্যামং থিভস’-এ ড্যারেনের অভিনয় নজর কেড়েছে ভক্তদের। ‘ইস্ট এন্ডারর্স’-এর মতো সিনেমায়ও তার অভিনয় সবার মন কেড়েছে। একাধিক সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।