হাওড়া: ২০১৪ সালের ২৪ জুনের ঘটনার পুনরাবৃত্তি? তৃণমূল নেতার দাদাগিরিতে হোটেল মালিকের (Hotel Owner) মৃত্যুতে সেবার তোলপাড় হয়েছিল রাজ্য | এবার মৃত্যু না হলেও সেই একই ধরনের অভিযোগ সামনে এল। তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। তৃণমূলের (TMC) পার্টি অফিসে ডেকে হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠল। ঘটনাস্থল সেই উত্তর হাওড়ার (Howrah) হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা | হোটেল মালিকের শরিকি বিবাদে হস্তক্ষেপ উত্তর হাওড়া আইএনটিটিইউসি (INTTUC )র সভাপতি অনির্বান দাসের| পার্টি অফিসে ডেকে হোটেল মালিককে মারধরে অসুস্থ বছর ৫০ এর মহম্মদ জুবাইরুল ইসলাম |
মহম্মদ জুবাইরুল ইসলাম এর ভাই অভিযোগ করেন স্থানীয় আইএনটিটিইউসি পরিচালিত ব্যবসায়ী সমিতির কাছে| হোটেলের সামনে মারামারি হয় দুই হোটেল মালিক ভাইয়ের মধ্যে | এরপর আইনের দ্বারস্থ হয় দুই ভাই | হোটেল মালিক মহম্মদ জুবাইরুল ইসলাম এর ভাইয়ের পশে দাঁড়ায় ব্যবসায়ী সমিতি | ২৮ অগাস্ট মহম্মদ জুবাইরুল ইসলামকে ডেকে পাঠান এলাকার আইএনটিটিইউসি নেতা অনির্বান দাস ওরফে টাবলু | হাওড়া ব্রিজের নীচে তৃণমূল পার্টি অফিসে ডেকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ | অভিযোগের তীর টাবলু ও তাঁর লোকজনদের বিরুদ্ধে | সেই মারধরের ঘটনার সাক্ষী থাকেন হোটেলের এক কর্মী | এরপর আহত মহম্মদ জুবাইরুল ইসলামকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হাসপাতালে | হোটেল মালিকের পরিবারের তরফে গোলাবাড়ি থানায় অভিযোগ করা হলেও প্রায় ১৫ দিন হয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ |
আরও পড়ুন: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা, তারাপীঠে ঢল নামছে ভক্তদের
এমনকী নেতাকে বাঁচাতে পাল্টা মারধরের ঘটনা মিথ্যে বলে হাওড়া স্টেশন ব্যবসায়ী সমিতি থানায় একটি লিখিত চিঠি জমা দেয় | এদিকে হামলাকারীরা প্রভাবশালী বলে তাদের গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন আক্রান্ত কলকাতা নিবাসী ওই ব্যবসায়ী | ফের আক্রমণের ভয়ে কার্যত নিরাপত্তার অভাব তুলে গৃহবন্দী ব্যবসায়ী | এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে টাবলুর দাবি পুরোটাই মিথ্যে বলছেন ব্যবসায়ী | তাঁর দাবি ২৮ তারিখ রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি পার্টি অফিসে আসেননি | কিন্তু প্রশ্ন উঠছে যখন কোনও ঘটনায় ঘটেনি তাহলে কেন ব্যবসায়ী সমিতি অভিযোগকারীর বিরুদ্ধে বা তৃণমূল নেতাকে বাঁচাতে চিঠি দিলেন থানায় | ২০১৪ সালে এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পর একধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল গোলাবাড়ি থানার পুলিশ |