দামাস্কাস: জঙ্গিগোষ্ঠী আইএস (IS) প্রধানের (Chief) মৃত্যু (Death) হয়েছে, সেখানে নতুন নেতার (Leader) নাম ঘোষণা হল। মধ্যপ্রাচ্যের (Middle East) জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রধান আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার আইএস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। উত্তর পশ্চিম সিরিয়ায় (Syria) এক সংঘর্ষে আল কুরেশির মৃত্যু হয়েছে। তারই মধ্যে তাঁর উত্তরসূরির নামও ঘোষণা করেছে আইএস। তাঁর নাম আবু হাফস আল হাশিমি আল কুরেশি। এক বার্তায় আইএসের মুখপাত্র বলেন, ইদলিব প্রদেশে জিহাদি সংগঠন হায়াত তাহরির আল-শামের সঙ্গে সংঘর্ষের পর তাঁদের নেতা নিহত হয়েছেন। সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে রেকর্ড করা বার্তাটি প্রকাশ করা হয়েছে। তবে আবু আল হুসেন আল কুরেশি কবে নিহত হয়েছেন, তা উল্লেখ করা হয়নি। আইএসের মুখপাত্র আরও বলেন, আবু হাফস আল হাশিমি আল কুরেশি আইএসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
গত এপ্রিলের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেন, সিরিয়ায় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস নেতা নিহত হয়েছেন। ওই সময় এরদোয়ান বলেছিলেন, সিরিয়ায় এমআইটির অভিযানে দায়েশের সন্দেহভাজন নেতা নিহত হয়েছেন। তাঁর সাংকেতিক নাম আবু হুসেন আল-কুরেশি। জানা গিয়েছে, তুরস্কের সংবাদমাধ্যমে একটি বাড়ির কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সিরিয়ার আফরিন অঞ্চলে একটি মাঠের মাঝখানে ওই বাড়িটির অবস্থান। তুরস্কের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কুরেশি ওই ভবনে লুকিয়ে ছিলেন। আফরিন শহরটির অবস্থান আলেপ্পো প্রদেশে।
আরও পড়ুন: ছত্তিশগঢ়ের এক ব্যক্তিকে খুন করে তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
আইএসের মুখপাত্র বলেছেন, ইদলিব প্রদেশে বিদ্রোহী এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শামের সদস্যরা আইএস প্রধানকে হত্যা করেছে। তাঁর মৃতদেহ তুরস্কের হাতে তুলে দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে আইএস বলেছিল, তাদের আগের নেতা আবু হাসান আল হাশিমি আল কুরেশি নিহত হয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর এক অভিযানে তাঁর পূর্বসূরি আবু ইব্রাহিম আল কুরেশি নিহত হন। আইএসের প্রথম প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয় ২০১৯ সালের অক্টোবরে।