ধনকুবের এলন মাস্ক (Elon Musk) টুইটার (Twitter) কেনার পর থেকে এই মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট আলোচনার কেন্দ্রবিন্দুতে। টুইটার কেনার পর মাস্ক টুইট (Tweet) করেছিলেন ‘পাখি এখন মুক্ত’। কিন্তু পাখি মুক্ত হলেও, তা নিয়ে অন্যরা কী ভাবছেন? বিশেষ করে সেলিব্রেটি এবং নামজাদা ইউজাররা। তাঁদের টুইটার অ্যাকাউন্টে তো ব্লু টিক (Blue Tick on Twitter)। আর এই ব্লু টিকের স্পেশাল স্ট্যাটাস থাকলে, এবার থেকে গুণতে হবে মাসে ৮ মার্কিন ডলার। বর্তমানে ডলারের তুলনায় ভারতীয় টাকার হিসাব কষলে যা দাঁড়াচ্ছে, তা হলো, মাসে মাসে ৬৫০ টাকা করে দিতে হবে। সেলিব্রেটি, ইনফ্লুয়েন্সার, ধনকুবের, ফিলানথ্রপিস্ট বিভিন্ন ব্যক্তির একাধিক পরিচয়, আর এই ব্লু টিক রাখতে গেলে মাস্ক যা টাকা চাইছেন, সেটা তাঁরা দিতে পারবেন ঠিকই। কিন্তু তাও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্লু টিকের স্পেশাল স্ট্যাটাস। এতদিন তো ফ্রি ছিল, এখন কেন টাকা দিতে হবে? আর ব্লু টিক দেওয়ার আসল কারণ তো অন্য, যাঁরা প্রকৃত সেলিব্রেটি বা ইনফ্লুয়েন্সার কিংবা বিশেষ মর্যাদা রয়েছে, টুইটারে তাঁদের নামে অ্যাকাউন্ট খুলে কেউ যাতে ভুয়ো টুইট করে অনৈতিক ফায়দা নিতে পারে। অর্থাৎ ওই ব্যক্তি আসল, না নকল – তা বোঝানোর জন্য এই ব্লু টিক দেয় টুইটার। এলন মাস্ক কর্ণধার হওয়ার পর থেকে পাখি এখন মুক্ত, কিন্তু নামজাদারা ব্লু টিকের জালে আবদ্ধ।
নয়না রেধু। ভারতের প্রথম টুইটার ব্যবহারকারী (Fist Twitter User of India)। আর সারা বিশ্বের নিরিখে অন্যতম প্রথম টুইটার ইউজার। ২০০৬ সালে জ্যাক ডোরসে (Jack Dorsey) যখন টুইটার শুরু করেছিলেন, সে সময় কয়েকজনকে বেছে বেছে ইমেইল করা হয়েছিল। ইন্টারনেট দুনিয়ার সোশ্যাল মিডিয়ার বাজারে অরকুট (ORKUT) তখন রাজত্ব করছে। আনুষ্ঠানিকভাবে তখন টুইটার চালু হয়নি। ইংরেজিতে টুইটার (Twitter)-এর তখন কোড নেম (Code Name) ছিল TWTTR। সেই সময় নয়না ধারণাও করতে পারেননি যে টুইটার একদিন এতটা জনপ্রিয় হয়ে উঠবে, ভবিষ্যতে এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে। আনুষ্ঠানিকভাবে যেদিন টুইটার শুরু হল, তখন তিনি টুইট করেছিলেন বিশ্বের অন্যতম প্রথম টুইট করা ব্যক্তিত্ব হিসেবে।
টিত্রগ্রাহক হিসেনে নয়না রেধু একজন পরিচিত ব্যক্তিত্ব ভারতে। টুইটারে তাঁর বায়ো বলছে, তিনি বর্তমানে জয়সলমীরের এক হোটেলে কর্মরত। এখনও পর্যন্ত তিনি ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি টুইট করে ফেলেছেন। ২০৫ জনকে তিনি ফলো করছেন এবং তাঁর ফলোয়ারের সংখ্যা ২২.৮ হাজার। আর তাঁর টুইটার হ্যান্ডলার আইডি হলো নয়না (Naina)। আর তাঁর পেশাদারি পরিচয় – ফটোগ্রাফার, আর্টিস্ট এবং এক্সপেরিয়েন্স কালেক্টর। মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর থেকে দোলাচলে গোটা দুনিয়া। ব্লু টিক রাখতে গেলে টাকা খরচ করতে হবে। আদৌ কী এই ব্লু টিক এতই দরকারি?
? Vaibhav ji https://t.co/8WOdvrKpd1
— Naina (@Naina) November 5, 2022
নয়না বলছেন, “বর্তমানে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই যে কেন অর্থ নেওয়া হবে। ব্লুটিকের মানে যা, সেটা বদলাচ্ছে, নাকি যা ছিল, তাই থাকছে? সেটা ঠিক হয়ে গেলেই আমি ঠিক করব।” ১৬ বছর আগের কথা স্মৃতি থেকে তুলে এনে নয়না এটাও বলেছেন, যাঁরা সেই সময় টুইটার ব্যবহার করতেন, তখন তা টুইটারের কর্মী এবং তাঁদের বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রাথমিক অবস্থায় মেইলে আমন্ত্রণ পেয়ে তিনি টুইট করলেও, তাঁর কাছে পরিষ্কার ছিল না যে তিনি টুইটার কেন ব্যবহার করবেন? তাই প্রথম দেড় বছরে নয়না একটাও টুইট করেননি। তিনি জানতেনও যে তিনি ভারতের প্রথম টুইট করা ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪০ জন প্রথম টুইট করা ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটা দেখেই তিনি জানতে পারেন যে তিনি ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে গিয়েছেন।
ফটোগ্রাফার হিসেবে পেশাদারি কেরিয়ারে নয়না অনেক কিছুই করেছেন। বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের জন্য ছবি তুলেছেন, কাজ করেছেন রণবীর সিংয়ের মতো সেলিব্রেটিদের সঙ্গেও। তবুও তাঁর ফলোয়ারের সংখ্যা সেই তুলনায় অনেক কম। নয়নার বক্তব্য তিনি, এই নিয়ে ভাবেন না। নয়নার কাছে মানুষের কাছে শেখাটা বড় বিষয়। সে যে দিক থেকে আসে, তিনি সেই দিকেই বেশি করে থাকেন। তাঁর মতে, আজকাল মানুষ টুইট করা নিয়ে অনেক বেশি সতর্ক। তাই টুইট আগে যতটা লোকজন ব্যবহার করতেন, এখন সেই চিরাচরিত রেওয়াজ কমছে।