নয়াদিল্লি: ইংরেজি নববর্ষের শুরুতেই দুঃসংবাদ। ভারতে কোভিড সংক্রমণের জন্য জানুয়ারির প্রথম ১৫ দিন খুবই বিপজ্জনক। এটা বর্ষগত রাশিফলের ভবিষ্যদ্বাণী নয়। খোদ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (AIIMS) প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার কথা। লোকজন এখনও যেহেতু বিদেশ থেকে যাতায়াত করছেন, তাই জানুয়ারি মাসের প্রথম দিকটা খুবই বিপজ্জনক। যদিও তিনিই মনে করেন, এর জন্য আন্তর্জাতিক বিমান চলাচলে নিয়ন্ত্রণ কিংবা লকডাউন করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তবে কঠোর নজরদারি, বিধিনিষেধ মেনে চলার উপর জোর দিয়েছেন তিনি।
চীনের পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী মঙ্গলবারই কোভিড মোকাবিলায় দেশজুড়ে স্বাস্থ্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো এক নির্দেশিকায় হাসপাতালে শয্যা সংখ্যা, করোনাযোদ্ধা, অ্যাম্বুল্যান্স-শবদেহবাহী গাড়ি, ওষুধপত্র, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিয়ে মহড়া দিতে বলা হয়েছে। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছিল, করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি একসময় খেই হারিয়ে ফেলেছিল। এবার যাতে আগাম প্রস্তুত থাকা যায় তার জন্যই মহড়া হবে মঙ্গলবার।
আরও পড়ুন: Mann Ki Baat-Corona: উৎসব উপভোগ করুন কিন্তু, করোনায় সতর্ক থাকুন বললেন প্রধানমন্ত্রী
এইমসের প্রাক্তন কর্তা কোভিড পরিপ্রেক্ষিতে আরও বলেন, ভারতের জনগণের ভিতরে রোগ সংক্রমণের ফলে সাধারণ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। যার ফলে এদেশে এবার লকডাউনের প্রয়োজন পড়বে না। গুলেরিয়া বলেন, দেশের অবস্থা এখন বেশ ভালোই আছে। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের (NTAGI) চেয়ারপার্সন এন কে অরোরা মনে করেন, বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।