জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) বৈকুন্ঠপুর (Baikunthpur) রাজবাড়ির (Rajbari) দুর্গা পুজোর (DurgaPuja) কাঠামো পুজো হল। জন্মাষ্টমীর পরে্র দিনে নন্দোৎসব ও কাদা খেলার মাধ্যমে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের ৫১৪ বছরের দুর্গা পুজোর কাঠামো পুজো হল।
প্রাচীন রাজ পরিবারের ঐতিহ্য মেনে কাঠামো পুজো করলেন রাজ পরিবারের সদস্যা লিণ্ডা বসু ও কূল পুরোহিত শিবু ঘোষাল। এবছর জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুর্গা পুজো ৫১৪ বছরে। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা মন্দিরে দুর্গা পুজোর কাঠামো পুজো করেন রাজ পরিবারের কুল পুরোহিত শিবু ঘোষাল। উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য সৌম্য বসু, লিন্ডা বসু। স্থানীয় কিশোররা জন্মাষ্টমীতে কাদাখেলায় মাতেন। রাজ পরিবারের সদস্যা লিন্ডা বসু বলেন, আজ থেকে কাঠামো পুজো শুরু হল। ছেলেরা কাদা খেলা শুরু করে। তারপর কাদা মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু। বলা ভালো আজ থেকে পুজো শুরু।
আরও পড়ুন: গ্রামের নেতাদের মাতব্বরি, জোর করে তৃণমূলের পার্টি অফিস নির্মাণের অভিযোগ
পুরোহিত শিবু ঘোষাল বলেন, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ বাড়ির দুর্গা পুজো অতি প্রাচীন। ৫১৪ বছরের পুজো। ৬ সেপ্টেম্বর রাতে শ্রীকৃষ্ণের পুজো হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীকৃষ্ণের পুজো হওয়ার পরে আমাদের কাঠামো পুজো হয়েছে। তারপরেই কাদা খেলা। কৃষ্ণের জন্মের পরের দিন নন্দোৎসবের দিন থেকে রাজ আমল থেকেই কাঠামো পুজো হয়ে আসছে। স্থানীয় লোকেরা কাদা খেলে। এই মাটিটা রেখে দেব। যেদিন মায়ের প্রথম মাটি লাগানো হবে এই মাটি লাগানো হবে। এটা আমরা রেখে দেব। কালিকা পুরাণ মতে পুজো হয়। এখানে জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া চণ্ডীরও আলাদা মূর্তি আছে। তাদেরও আলাদা আলাদা পুজো হয়।