তেলআভিভ: ইজরায়েলের বোমা হানায় প্যালেস্তাইনে (Palestine) মৃত্যু সংখ্যা ৭ হাজার ছাড়াল। এদিকে গাজায় (Gaza) অভিযান করার জন্য তৈরি ইজরায়েল সেনা। শুক্রবার রাতভর ইজারেয়েলের সেনা গাজায় বোমা ফেলেছে। ইজরায়েলের (Israel) সেনার পক্ষে অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, শেষ কয়েক ঘণ্টায় আমরা আক্রমণের তীব্রতা বাড়িয়েছি। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, ইজরায়েলের বোমা হানায় সেখানে ৭৩০০ জনের বেশি মৃত্যু হয়েছে। ইজরায়েল জানিয়েছে, উত্তর গাজায় ভূগর্ভে ১৫০টি জায়গা টার্গেট করে বোমা ফেলেছে বিমান বাহিনী। এই হানায় হামাসের অন্যতম শীর্ষ নেতা আসেম আবু রাকাবার মৃত্যু হয়েছে। ইজরায়েল জানিয়েছে, ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পিছনে সক্রিয় ছিলেন আবু রাকাবা। এদিকে হামাসও একেবারে পিছু হটতে নারাজ। গর্জাতে ছাড়ছে না তারা। জানিয়েছে, তারা ইজরায়েলের আক্রমণ প্রতিহত করার জন্য পুরোদমে তৈরি।
স্থানীয় সূত্রে খবর, এর আগে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইজরায়েলের বোমাবর্ষণে ৫০ জন প্যালেস্তাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। খান ইউনুস এলাকাতেই সীমান্ত পেরিয়ে ইজরায়েলি সেনা দক্ষিণ গাজা ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের মুখোমুখি লড়াই শুরু হয়েছে বলেও কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা সীমান্তে সশস্ত্র প্যালেস্তেনীয় গোষ্ঠী হামাসের হামলার পরে তৃতীয়বার ইজরায়েলি ফৌজের হানার শিকার হল জাবালিয়া শরণার্থী শিবির।
ইজরায়েলি (Israel) বায়ুসেনা এই যুদ্ধে ব্যবহার করেছে ইতিমধ্যে ‘আয়রন স্টিং (Iron Sting)।’ গাজা আক্রমণে প্রথমবারের জন্য এই অস্ত্র প্রয়োগ করা হল। আয়রন স্টিং হল ১২০ এমএম নির্দিষ্ট নিশানাকে তাক করা এক ধরনের শক্তিশালী মর্টার। এই অস্ত্রের প্রযুক্তিগত উন্নতি করেছে এলবিট সিস্টেম অফ ইজরায়েল। এই সংস্থাটি আন্তর্জাতিক অস্ত্র গবেষণা কেন্দ্র। বিশ্বের প্রায় সব দেশেই এরা অস্ত্র সরবরাহ করে। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন স্টিং অত্যন্ত নিখুঁত এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাদের আরও দাবি, আয়রন স্টিংই হামাসের সঙ্গে খেলা বদলে দিতে পারে।