খড়দহ : প্রথম থেকেই খড়দহে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। বিজেপি প্রার্থী জয় সাহাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন দেবজ্যোতি দাস।কিন্তু শেষ রক্ষা আর হল না। দ্বিতীয় স্থানের লড়াইয়ে নবম রাউন্ডে অনেকটাই ব্যবধান কমায় বিজেপি। দশম রাউন্ডের পর সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি।
চার বিধানসভা আসনের উপনির্বাচনে খড়দহে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। গণনার প্রবণতা অনুযায়ী, চারটি আসনেই এগিয়ে ছিল ক্ষমতাসীন তৃণমূল। তারই মধ্যে নজর কেড়েছে খড়দহ। সেখানে ভোট গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দিয়েছিলেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। কিন্তু শেষে গিয়ে আর হল না। এগিয়ে গেলেন জয় সাহা। সেই তৃতীয় স্থানেই নেমে এলেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস।
গত বিধানসভা নির্বাচনে খড়দহে জয়ী হয়েছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা বলেছেন, ৩০ তারিখেই বোঝা গিয়েছিল এই ফল হবে। যেভাবে প্রক্সি ভোট হয়েছে তাতে অন্য কিছু হওয়া সম্ভব ছিল না। তবে সেদিনই বিজেপির নৈতিক জয় হয়ে গিয়েছে।