কলকাতা: খুনে অভিযুক্ত শাসক দলের ব্লক সভাপতি। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির সরকারি কৌসুঁলীকে কটাক্ষ, নিশ্চয়ই ব্লক সভাপতি গ্রেপ্তার (Arrest) হননি। আবার তিনি পলাতকও নন। তিনি নাকি এর মধ্যে প্রেস কনফারেন্স করেছেন। সেটাও নিশ্চয়ই পুলিশের নিরাপত্তায়! এবার ওই ঘটনায় থানার থেকে খুনের তদন্তের দায়িত্ব দেওয়া হল জেলার এসপিকে। মুর্শিদাবাদের সুতি থানার ওসিকে আগামী শুনানিতে ব্যাক্তিগতভাবে হাজির থাকতেও হবে আদালতে।
আদালতের নির্দেশ, অভিযোগকারীদের সুতি থানার (Suti PS) ওসি (OC) নিজে নিরাপত্তা (Security) দিয়ে বাড়ি পৌঁছে দেবে। এসপি নিজে তদন্তের (Investigation) দায়িত্ব নেবেন। তদন্তকারী অফিসার এই ঘটনায় আর এক পাও তদন্ত এগোবেন না। তিনি কেস ডায়েরি সহ যাবতীয় নথি এসপি জঙ্গিপুরকে (Jangipur) পাঠাবেন। আগামী শুনানিতে কেস ডায়েরি সহ তদন্তের অগ্রগতি এসপিকে জানাতে হবে আদালতে।
আরও পড়ুন: বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল
পারিবারিক ইট ভাটার দখলকে কেন্দ্র করে প্রায় এক দশক আগে সূত্রপাত ঘটনার। পরিবারের বড় ভাইয়ের ছেলে নিশীথ দাসকে ভরা বাজারের মধ্যে পিটিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মোবাইলে সেই ঘটনার ছবি তোলে বহু লোক। স্থানীয় একজন সাংবাদিক তেমন কিছু ছবি জোগাড় করে তিনি স্থানীয় চ্যানেলে সেই খবর করেন। তার পর থেকে তিনি ও মৃতের ভাগ্নে দুষ্কৃতীদের হুমকিতে আর বাড়ি ঢুকতে পারছেন না।পুলিশ সেইসব মোবাইলের ছবি ডিলিট করে মোবাইল ফরম্যাট করে ফেরত দেয়। ফলে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। মৃতের ভাগ্নে সঞ্জু দাস ও ওই সাংবাদিক রাজু শেখ মামলাকারী।