কলকাতা: বেসরকারি স্কুলের ওপর সরকারি নিয়ন্ত্রণের স্বার্থে মন্ত্রিসভা অনুমোদিত বিল রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পড়ে রয়েছে। স্কুল-ফি বৃদ্ধি সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানিতে রাজ্য হাইকোর্টে এমনই অভিযোগ করল।
বেসরকারি তথা অ্যাংলো-ইন্ডিয়ান স্কুলগুলির স্কুল-ফি বৃদ্ধি, সেখানকার শিক্ষকদের মান ও সেই সব শিক্ষকের বেতন সংক্রান্ত বিষয়ে মামলাগুলি চলছে। মামলাকারীদের দাবি, শিক্ষার অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী স্কুল-ফি বৃদ্ধির আগে প্রত্যেক বেসরকারি স্কুলের রাজ্য সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই অনুমতি অধিকাংশ ক্ষেত্রেই নেওয়া হয় না। অন্যদিকে রাজ্য এই ব্যাপারে কোনও পদক্ষেপ করে না বলে অভিযোগ।
আরও পড়ুন: যাদবপুরে ইসরোর আসা পিছিয়ে গেল, কবে আসবে ঠিক নেই
বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, রাজ্যকে বিস্তারিতভাবে এই ব্যাপারে হলফনামা দিতে হবে। ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তবে বর্ধিত ফি আপাতত মামলাকারীদের জমা দিতে হবে। মামলার ফল তাদের পক্ষে গেলে, অতিরিক্ত ফি ফেরত পাওয়া যাবে।