কলকাতা টিভি ওয়েব ডেস্ক : বুধবার লখিমপুর খেরিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চাইছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে কংগ্রেসের তরফে যাওয়ার অনুমতি চাওয়া হয়। যদিও যোগী সরকার সেই অনুমতি দেয়নি। তবে, অনুমতি না পেলেও বুধবার লখিমপুর খেরিতে যাচ্ছেন রাহুল। তাঁর সঙ্গে থাকবেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার সকালে দিল্লির সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, ‘কৃষকদের ওপর হামলাটি সম্পূর্ণ পরিকল্পিত। নিহতদের ঠিক মত ময়নাতদন্ত করা হচ্ছে না।’ এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লখনউ গেলেন কিন্তু লখিমপুরে যাননি। তাই অনুমতি না থাকলেও তিনি বুধবার লখিমপুরে যাবেন। কথা বলবেন নিহতদের পরিবারের সঙ্গে।
এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃষক হত্যার ঘটনায় মন্ত্রী ও তাঁর ছেলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সেই বিষয়ে প্রশ্ন করেন। আর তিনি জানিয়ে দেন, উত্তরপ্রদেশে শুধু কংগ্রেসকেই আটকানো হচ্ছে। তাই তিনি যদি সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন এবং বুধবারেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন – ফেসবুকের অবর্তমানে ৭০ মিলিয়ন নতুন ব্যবহারকারী পেল টেলিগ্রাম
রবিবার উত্তরপ্রদেশে কৃষকদের মিছিলের উপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের। যা নিয়ে কার্যত উত্তপ্ত উত্তরপ্রদেশ।
এই পরিস্থিতিতে ঘটনাস্থলে যেতে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের। তবে, ইতিমধ্যেই মঙ্গলবার সেখানে পৌঁছেছে তৃণমূলের তিন প্রতিনিধি দল। তাঁরা কথা বলেছেন কৃষক নেতা সহ নিহত পাঁচ কৃষকের পরিবারের সঙ্গেও।
আরও পড়ুন – লখিমপুরের তদন্ত-ক্ষতিপূরণ আদতে লোক দেখানো, বলছে কংগ্রেস
অন্যদিকে লখিমপুরে যাওয়ার কারণে প্রায় ৩০ ঘণ্টা আটক করে রাখা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। তারপর তাঁকে গ্রেফতারও করা হয়েছে। এরপরেই বুধবার লখিমপুর যাওয়ার পরিকল্পনা করেন রাহুল।