সোমবার সন্ধ্যায় বড় বাজারের চায়না বাজারে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন। তবে কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, চায়না বাজারের ১২ নম্বর বনফিল্ড লেনের একটা কেমিক্যাল কোম্পানির গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন ছড়িয়ে পড়ে। গোডাউনে রাখি ও হ্যান্ড স্যানিটাইজার এর মত দাহ্য পদার্থ থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্ররনে আনেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ও দমকলের মহানির্দেশক।