কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কাঠ ফাটা রোদে হাঁসফাঁস করছে রাজ্যবাসী।বেলা বাড়তেই গরম হাওয়া বা লু বইছে।এই অবস্থায় এক ফোটা বৃষ্টির আশায় চাতকের মতো মরিয়া সকলে। কিন্তু আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে অন্য কথা।বৃষ্টির তো দেখা নেই। উলটে আগামী বেশ কয়েকদিন আরও তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। প্রায় প্রতিটি জেলার শহরগুলির তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি।তবে ২৯ এপ্রিল কিছুটা তাপমাত্রার পরিবর্তন হতে পারে।ওইদিন দক্ষিনবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, নাজেহাল বঙ্গবাসী
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ২৫ ও ২৬ এপ্রিল অর্থাৎ আজ ও কাল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণের প্রায় সব জেলায়।কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী জেলায় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে।শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং প্রব মেদিনীপুর ছাড়া।
আরও পড়ুন Prashant Kishor: হাতের সঙ্গে কি মিলবে তাঁর হাত? পি কে-র প্রস্তাব নিয়ে কংগ্রেসে প্রশান্ত-আলোচনা
২৭ ও ২৮ এপ্রিল তাপমাত্রা বাড়বে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে। কেবল দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও তাপমাত্রার পরিবর্তন হবে। উত্তরের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ চড়েছে।দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রিরও বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে তাপমাত্রা আরও বাড়বে৷ আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷প্রখর রোদে বাইরে বের হওয়া নিয়েও সাবধান করেছে হাওয়া অফিস। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বাইরে বেরোলেও সঙ্গে ছাতা এবং ওআরএস রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।