‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মুকুটে নতুন পালক। দেশে এই প্রথমবার তৈরি হবে সামরিক বিমান (Military Aircraft)। আর তা তৈরি করবে টাটা গ্রুপ (Tata Group)-এর কনসর্টিয়াম এবং ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force)। পশ্চিম গুজরাতের ভদোদরাতে তৈরি হবে সি-২৯৫ পরিবহন বিমান (C-295 Transportaion Aircraft)। যা ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া (Make In India) নীতিতে বড় সফলতার ইতিহাস তৈরি করতে চলেছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নির্মাণ কারখানার ভিত্তিপ্রস্তর রাখবেন।
এই প্রকল্পে ২২০ বিলিয়ন ডলার অর্থ খরচ হবে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক তরফে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে, দেশে এই প্রথমবার এই উদ্যোগ নেওয়া হল। এই সামরিক বিমান ভারতেই তৈরি হবে, বেসরকারি কোম্পানি (Private Comapny) তৈরি করবে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার সংবাদমাধ্যমকে বলেন, “ইউরোপের বাইরে এই প্রথমবার সি-২৯৫ এয়ারক্র্যাফ্ট তৈরি হবে।”
আরও পড়ুন: Kejriwal Letter to PM: প্রধানমন্ত্রীকে চিঠি দিল্লির মুখ্যমন্ত্রীর, ভারতে এখনও এত গরিব কেন?
ভদোদরাতে যে নির্মাণ কারখানা তৈরি হবে, তাকে বাস্তবে পরিণত করার জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস (Airbus Defence and Space)-এর সঙ্গে। এই চুক্তি মোতাবেক ভারত ৫৬টি সি২৯৫ পরিবহন বিমান (C295 Transport Aircraft) নেবে, ভারতীয় বায়ুসেনার পুরনো অভ্র-৭৪৮ বিমান (Avro-748 Planes) প্রতিস্থাপন করা হবে।
এই চুক্তি অনুসারে, আগামী চার বছরে স্পেনের সেভিল থেকে এয়ারবাস ‘ফ্লাই-অ্যাওয়ে (fly-away)’ কন্ডিশনে ১৬টি বিমান পাঠাবে এবং ৪০ বিমান টাটা অ্যাডভান্স সিস্টেম – টিএএসএল (Tata Advanced Systems – TASL) ম্যানুফ্যাকচার এবং অ্যাসেম্বল করবে। ভারতের প্রতিরক্ষা সচিব কেরালা থেকে একটি ভিডিয়ো সম্মেলনে (Video Conference) বলেছেন, “২০২৩-এর সেপ্টেম্বর থেকে ২০২৫-এর অগাস্টের মধ্যে ভারতে ১৬টি ফ্লাই-অ্যাওয়ে এয়ারক্র্যাফ্ট আসবে। ভারতের প্রথম মেড-ইন-ইন্ডিয়া এয়ারক্র্যাফ্ট হাতে আসার প্রত্যাশা রয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।” আরও জানা গিয়েছে, বিমানের ইঞ্জিন ছাড়া ৯৬ শতাংশ উপাদান দেশীয় হবে। এয়ারবাস স্পেনের নির্মান কারখানায় যে কাজ করে থাকে, তার ৯৬ শতাংশ ভারতে করা হবে।
এই উদ্যোগের ফলে দেশের মহাকাশ শিল্পে (Aerospace Industry) প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। প্রতাশা রয়েছে নতুন তৈরি হতে চলা নির্মাণ কারখানাতে ৬০০টি উচ্চ-দক্ষতাসম্পন্ন কাজের অবসর তৈরি হবে সরাসরি, আর প্রত্যক্ষভাবে ৩ হাজার চাকরির সম্ভাবনা তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, মধ্যম-দক্ষতাসম্পন্ন কাজের পরিসর খুলবে ৩ হাজারটি এবং মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০ লক্ষ ঘণ্টা কাজের সুযোগ আসতে চলেছে আগামী দিনে। প্রায় ২৪০ জন ইঞ্জিনারকে স্পেনের এয়ারবাস ফেসিলিটিতে প্রশিক্ষণ দেওয়া হবে।