আলিপুরদুয়ার: শ্রমিক-মালিক অসন্তোষের জের। ভরা মরশুমে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান (Tasati Tea Garden)। ফলে কাজ হারালেন হাজার হাজার শ্রমিক। ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ এর নোটিস ঝুলিয়ে রবিবার রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যান পরিচালন কর্তৃপক্ষ বলে অভিযোগ শ্রমিকদের।
শ্রমিকদের অভিযোগ, রবিবার ছুটির দিন থাকায় তাঁরা বিষয়টি আগাম অনুমান করতে পারেননি। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা লক্ষ্য করেন, বাগানের ফ্যাক্টরিতে তালা ঝুলছে এবং সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলান হয়েছে। এরফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক, সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ল বাগানের শতাধিক কর্মচারীর ভবিষ্যৎ।
আরও পড়ুন:২৩ বছর ধরে টিয়া পাখিদের রক্ষা নওদার বৃদ্ধার চাঁদ মিয়ার
এবছর এমনিতেই কখনও অস্বাভাবিক তাপপ্রবাহ আবার কখনও অতিবৃষ্টির কারনে মন্দা চলছে চা শিল্পে। মালিক কর্তৃপক্ষ নোটিসে অভিযোগ করেছেন, আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বিভিন্ন ধরনের পোকার আক্রমণে জেরবার হয়েছে চা বাগানটি। তাই তাঁরা সপ্তাহে দু’দিনের পরিবর্তে চার দিন কীটনাশক স্প্রে করার জন্য শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু শ্রমিকরা ওই আবেদনে সারা না দেওয়ার দরুন শুক্রবার থেকেই তাসাটি চা বাগানে শ্রমিক-মালিকের মধ্যে অসন্তোষের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত ওই সমস্যার কোনও সুরাহা না হওয়ায় চুপিসারে বাগান ছেড়ে চলে যান মালিক কর্তৃপক্ষ।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে চা বাগান জুড়ে। ছাতা মাথায় দিয়ে ফ্যাক্টরি গেটের সামনে বাগান পরিচালন কমিটির বিরুদ্ধে চলছে শ্রমিকদের স্লোগান। তাঁদের দাবি, কাজ করার পর পরিশ্রমের মূল্য চাওয়া অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল তাঁদের। আজ নয় কাল এভাবে ঘোরান হত। এবার টাকা দেওয়ার ভয়ে চলেই গেল তাঁরা।