কাবুল: ১৮ দিন হয়ে গেল আফগানিস্তানের (Afghanistan) তখতে বসেছে তালিবান (Taliban)৷ এবার সরকার গঠনের পালা৷ শোনা যাচ্ছে, আগামিকাল শুক্রবার অন্তর্বর্তী সরকার গঠন করবে তালিবান৷ ওই দিন প্রার্থনা সেরে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের শাসনভার হাতে তুলে নেবে জঙ্গি সংগঠনটি৷
যদিও অলিখিতভাবে তারাই আফগানিস্তানকে শাসন করছে৷ ১৫ অগস্ট কাবুলের পতনের পর দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসরাফ ঘানি৷ ওই দিনই প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে সরকারপক্ষের সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু করে তালিবান৷ এদিকে তখনও আফগানিস্তানের মাটি থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার করেনি আমেরিকা৷ তালিবানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তিতে বলা হয়েছিল, ৩১ অগস্টের মধ্যে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেবে আমেরিকা৷ তার পরই আফগানিস্তানে নতুন সরকার গঠন হবে৷
আরও পড়ুন: লন্ডভন্ড কাবুল বিমানবন্দরের কন্ট্রোলরুম, সারাতে টেকনিক্যাল টিম উড়িয়ে আনল তালিবান
তালিবানের দেওয়ার সময়সীমার আগেই মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে নেয় আমেরিকা৷ তার পরই আফগানিস্তানকে ‘স্বাধীন দেশ’ ঘোষণা করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে তালিবানের শীর্ষ নেতারা৷ তারা জানায়, দেশে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হবে তাদের লক্ষ্য৷ কিন্তু এর বাইরে আরও চ্যালেঞ্জ রয়েছে তালিবানের সামনে৷ আফগানিস্তান এমন একটি দেশ যার অর্থনীতি অনেকটাই আন্তর্জাতিক অনুদান ও সাহায্যের উপর দাঁড়িয়ে৷ তালিবান দেশের শাসন ক্ষমতায় ফিরে আসার পর যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে বিদেশি সংস্থাগুলি কতদিন আর্থিক সাহায্য চালিয়ে যাবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷