কাবুল: ৩১ অগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে। উদ্ধারকাজও শেষ করতে হবে অগস্টের মধ্যেই। নাগরিকদের দেশে ফেরানোর জন্য একদিনও অতিরিক্ত সময় পাবে না আমেরিকা। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনার উদ্ধারকাজ নিয়ে বাইডেন সরকারকে কার্যত ডেডলাইন বেধে দিল তালিবান।
৩১ অগস্ট আফগানিস্তান থেকে সেনা সরানোর শেষ দিন। মনে করা হয়েছিল, পরিস্থিতির চাপে দিন পরিবর্তন করতে পারে আমেরিকা। বাইডেন সরকারও সে রকম ইঙ্গিত দিয়েছিল। তা আগেভাগেই খারিজ করে দিলেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। জাবিউল্লাহ মঙ্গলবার জানান, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধারকাজের সময়সীমা বাড়ানোর ব্যাপারে তারা একেবারেই আগ্রহী নয়।