কলকাতা: স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে আটক করল পুলিশ। স্বপ্নদীপের বাবা এফআইআরএ সৌরভ চৌধুরী নামে যাদবপুরের ওই প্রাক্তনীর কথা উল্লেখ করেছিলেন। এফআইআরএ তিনি লেখেন, আমার দৃঢ বিশ্বাস সৌরভের নেতৃত্বে আমার ছেলের উপর অত্যাচার করা হয়েছে। আমার ছেলেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তদন্তে নেমে শুক্রবার সন্ধ্যায় পুলিশ আটক করে সৌরভকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যু ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে তাঁর উপর র্যা গিংয়ের নামে চরম অ্ত্যাচার করা হয়েছিল। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের ডিনের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটি কাজ শুরু করার আগেই পুলিশ ওই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
আরও পড়ুন: কলকাতা টিভি ইডির টার্গেট, আদালতে সওয়াল কৌস্তুভের আইনজীবীর
স্বপ্নদীপের বাবা জানান, এই সৌরভ মেস কমিটির মাথা ছিল। ছেলে প্রথমে হস্টেলের থাকার সুযোগ পায়নি। সৌরভই তাকে থাকার ব্যাবস্থা করে দেয়। তিনি আরও জানান, দিন সাতেক আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে সৌরভের সঙ্গে তাঁর আলাপ হয় একটি চায়ের দোকানে। বিজ্ঞান বিভাগের প্রাক্তনী সৌরভ ২০২২ সালে এমএসসি পাশ করেন। এই সৌরভ তাঁকে জানিয়েছিলেন, স্বপ্নদীপ তাঁর গেস্ট হয়ে হস্টেলে থাকতে পারে। তাঁর কথামতোই মেন হস্টেলের ১০৪ নম্বর ঘরে আরও দু’জনের সঙ্গে স্বপ্নদীপকে রেখে যান রমাপ্রসাদ কুণ্ডু। এখন তিনি বারবারই আক্ষেপ করছেন, কেন আমি ছেলেকে এখানে রেখে গেলাম।
এদিকে পুলিশ পুরোদমে তদন্তে নেমে পড়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষক এবং কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত বুধবার রাতে স্বপ্নদীপকে হস্টেলের নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সহপাঠীরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ দেখায়। নদিয়ার বগুলাতে স্বপ্নদীপদের বাড়ি। সেখানেও চলছে ক্ষোভ-বিক্ষোভ। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে বগুলায় বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। যাদবপুর বিশবিদ্যলয়ের শিক্ষক সংগঠন জুটার অভিযোগ, পড়াশোনার সঙ্গে সম্পর্ক চুকে গেলেও অনেক প্রাক্তনী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে যান। জুটার দাবি, এই বহিরাহগতদের হস্টেল থেকে বার করে দিতে হবে। এদিনও বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে মিছিল হয়। সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে। থানার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে।