নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme court) স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি আইপি মুখ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। ওই বেঞ্চ শুভেন্দুর উপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়ার নির্দেশ দেয় সম্প্রতি। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। এমনকি আদালতের নির্দেশ ছাড়া তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না। ওই রক্ষাকবচ কেন তা নিয়ে আদালতে দ্বারস্থ হয় তৃণমূল। বিচারপতি মুখ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে বলে, সঙ্গত কারণ থাকলে অবশ্যই বিরোধী নেতার বিরুদ্ধে এফআইআর করা যাবে। তবে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতার আইনজীবী। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়। শুক্রবার মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করা হল। হাইকোর্টের বিচারপতি নতুন করে মামলা শুনে তারপর নির্দেশ দিক।
আরও পড়ুন: ছত্তিশগঢ়ের এক ব্যক্তিকে খুন করে তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারে শুভেন্দু শাসকদল ভোট লুঠ করতে এলে দলীয় সমর্থকদের ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ায় নিদান দেন। তাঁর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। অবশ্য ভোটের অনেক আগেই শুভেন্দু বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তার বিরুদ্ধে তিনি বিচারপতি মান্থার এজলাস থেকে রক্ষাকবচও পেয়েছেন। তা নিয়েও তৃণমূল অনেক মামলা করেছেন। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে শাসকদল তাঁর পিছনে লেগে রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এক বিচারপতির নাম করেই প্রশ্ন তুলেছিলেন, কেন বিরোধী দলনেতাকে বারবার রক্ষাকবচ দেওয়া হবে। তা নিয়েও মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন।