বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন। ইনস্টাগ্রাম পোস্টে প্রাক্তন মিস ইউনিভার্সের পোস্ট ফের নতুন করে ঝড় তুলল সোশাল মিডিয়ায়। তা হলে কি ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করছেন সুস্মিতা? ইনস্টা পোস্টে সেরকমই ইঙ্গিত দিয়েছেন বিশ্ব সুন্দরী। সুস্মিতা পোস্ট করেছেন তাঁর দুই মেয়ের সঙ্গে তোলা সেলফি। মাকে ঘিরে রয়েছে রেনে আর আলিশা। সেই ছবি শেয়ার করে পোস্টে কী লিখলেন সুস্মিতা?
পোস্টের শুরুতেই সুস্মিতা লিখেছেন ‘আই অ্যাম ইন আ হ্যাপি প্লেস, তার পর গুনে গুনে পাঁচটি ইমোজি প্রথমটা হাসির, তারপর জড়িয়ে ধরার, হার্ট, ডানসিং ও চুমুর ইমোজি আর এরপরেই লেখা ‘নট ম্যারেড’। কী বলতে চাইছেন সুস্মিতা তাঁর এই পোস্টে? হ্যাপি প্লেস অর্থাৎ সুখী গৃহকোণ কী দুই মেয়ের সঙ্গে ছবিতে দেখা ওই পানশালার। তা হলে কী দুই মেয়েকে নিয়ে তাঁর এই সংসারে আপাতত ললিত মোদির কোনও জায়গা নেই? বিয়ে যে করেননি সেটা তো তাঁর দ্বিতীয় টুইটেই পরিষ্কার করেছেন ললিত। তা হলে নতুন করে কেন বিয়ে না করার কথা সুস্মিতার পোস্টে?
Just back in london after a whirling global tour #maldives # sardinia with the families – not to mention my #better looking partner @sushmitasen47 – a new beginning a new life finally. Over the moon. ??????????. In love does not mean marriage YET. BUT ONE THAT For sure pic.twitter.com/WL8Hab3P6V
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
হিন্দু মতে বিয়ের আগে বাগদান পর্বটি আংটি বিনিময় করে সেরে ফেলা হয়। শকুন্তলা ও দুষ্মন্তর গল্পটা মনে পড়ছে? প্রেমে বিভোর শকুন্তলা রাজার আঙুলে আংটি পরিয়ে দিয়েছিলেন তাঁকে মনে রাখার জন্য। সুস্মিতা কিন্তু লিখেছেন ‘নো রিঙ্গস’ । তার মানে, ললিত মোদির কথা যদি মেনে নেওয়া যায় যে দু’জনে তুমুল প্রেমের বাঁধনে আবদ্ধ। ডেটিং করছেন মালদ্বীপের সমুদ্র সৈকতে! কিন্তু প্রাক্তন আইপিএল কর্তা ও প্রাক্তন বিশ্ব সুন্দরীর প্রেমের এই গসিপের আগুনে একেবারে জল ঢেলে দিয়ে সুস্মিতার পোস্ট ‘নো রিঙ্গস’ অর্থাত বাগদান বা আংটি বিনিময় হয়নি।
View this post on Instagram
পোস্টে এরপরের বাক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘নো রিঙ্গস’-এর পর তিনটি ‘লিডার’, এরপর লেখা ‘আনকন্ডিশনালি সারাউন্ডেড বাই লাভ’ যার বাংলা করলে দাড়ায়- নিঃশর্ত বা নিঃস্বার্থ ভালবাসা জড়িয়ে আছে সুস্মিতাকে, আর এই নিয়ে সোশাল মিডিয়ায় এখন জোর চর্চা এই ভালবাসা কি বিশ্বসুন্দরীর পালিতা দুই কন্যার? না কী কুখ্যাত অথবা বিখ্যাত ললিত মোদির!
এরপর পোস্টে ‘এনাফ ক্ল্যালিরিফিকেশনের’ লিখেছেন সুস্মিতা অর্থাৎ যথেষ্ট ব্যখ্যা দিলাম এবার প্রতিদিনের জীবন এবং কাজে ফেরার সময়। কী ব্যখ্যা দিলেন তা হলে সুস্মিতা? যেন অনেকটাই “ধরি মাছ না ছুঁই পানি!” মাছ ধরছেন কিন্তু শরীরে ছিঁটেফোঁটা জলের আভাস নেই।
তবে চোখে পড়ার মতো বিষয় হল গোটা পোস্ট জুড়ে কোথাও বিন্দুমাত্র উল্লেখ নেই ললিত মোদির!