কলকাতা: তৃণমূলে যোগ দিতে চলেছেন সুস্মিতা দেব৷ সোমবার থেকে এমনই জল্পনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে৷ সেই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসমের পুরনো কংগ্রেস নেত্রীর সাক্ষাতের খবর৷ যদিও প্রাক্তন কংগ্রেস সাংসদের তৃণমূলে যোগদান নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি৷
তৃণমূলে যোগ দিতে অসম থেকে কলকাতায় উড়ে আসেন সুস্মিতা৷ তবে তার আগে কংগ্রেসের সঙ্গে তিন দশকের পুরনো সম্পর্ক ছিন্ন করেন তিনি৷ রবিবার রাতে সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়ে দল ছাড়ার কথা জানান৷ ছেড়ে দেন কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ৷ এর পরই তিনি কলকাতায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে৷