কলকাতা : শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পুজো মানেই আকাশে উড়বে ঘুড়ি। কিন্তু এই ঘুড়ির সঙ্গেই রয়েছে নতুন বিপদ। চিনা মাঞ্জা। এই মাঞ্জার কারণে কলকাতায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এবার তা রুখতে তৎপর লালবাজার। বিশ্বকর্মা পুজোর দিন দুপুর ১২ টা থেকে ড্রোন দিয়ে উড়ালপুলগুলিতে চালানো হচ্ছে নজরদারি।
লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব জায়গায় এই ধরনের দুর্ঘটনা বেশি হয় সেই এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করার। বিশেষ করে মা উড়ালপুলে পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। ড্রোনে নজরজারিও চালানো হচ্ছে।
চিনা মাঞ্জায় ব্যহত হয় যান চলাচল। প্রাণ নিয়েও সংশয়ে পড়তে হয় অনেক ব্যক্তিকে। এই ধরণের ঘটনা কলকাতার মা ফ্লাইওভারে নতুন নয়। মা ফ্লাইওভার ছাড়াও বিভিন্ন ফ্লাইওভারেও ঘটে এই দুর্ঘটনা। যা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন। সেই প্রতিকূলতা দূর করতে ইতিমধ্যেই বড় পরিকল্পনা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি(KMDA)।
আরও পড়ুন – সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, বিশ্বকর্মা পুজোর বিকেল থেকেই বদলাতে পারে কলকাতার আবহাওয়া
Drone surveillance being carried out from Park Circus 7 Point Crossing to find out Kite flying zone in the adjoining areas of Maa Flyover…#WeCareWeDare@CPKolkata @KolkataPolice pic.twitter.com/GvT6Z5uARW
— DCP SED Kolkata Police (@KPSoutheastDiv) September 17, 2021
জানা গিয়েছে, মা ফ্লাইওভারে রেলিং-এর পাশে লাগানো হবে জাল। যার উচ্চতা হবে চার মিটার। মাঝের অংশে লোহার তার দিয়ে ফেন্সিং করে দেওয়া হবে। যাতে কোন উপায়েই ঘুড়ির সুতো কোন বাইক আরোহীকে আঘাত না করতে পারে।
দিনের মধ্যে ছয় ঘণ্টা করে বন্ধ রাখা হবে ওই রাস্তার উপরে দিয়ে যাতায়াত। পুজো মিটতেই কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। KMDA। সূত্রে জানা গিয়েছে আগামী ২২ অক্টোবর থেকে ১৫ দিন রোজ ছয় ঘণ্টা করে বন্ধ থাকবে যান চলাচল। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। তার মধ্যেই হবে কাজ।
পার্ক সার্কাসের ৭ পয়েন্ট ক্রসিং থেকে আকাশে ওড়ানো ড্রোন
আরও পড়ুন- প্রত্যন্ত এলাকায় ড্রোনের সাহায্যে ভ্যাকসিন পাঠাবে প্রশাসন
তবে, এই প্রকল্প বাস্তবায়ন করতে পুজো কিংবা তার পরেও কিছুটা সময় লাগবে। তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো। আকাশে রয়েছে রঙ-বেরঙের ঘুড়ির মেলা। যা দিয়ে অনায়াসেই বিপদ ঘটতে পারে পথচলতি মানুষের। তাই সাময়িক ভাবে বিপদ আটকাতে ড্রোনের সাহায্য নিল কলকাতা পুলিশ।