নয়াদিল্লি: লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ৷ লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের (Supreme Court)৷ আগামিকাল বৃহস্পতিবার হবে এই মামলার শুনানি৷ প্রধান বিচারপতি (CJI) এন ভি রামানার (NV Ramana) এজলাসে বসবে মামলাটি৷
বার অ্যান্ড বেঞ্চের খবর অনুযায়ী, লখমিপুর নিয়ে মামলার শুনানির জন্য তিন সদস্যের বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি৷ তিনি ছাড়াও ওই বেঞ্চে আছেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলি৷
#BREAKING Supreme Court takes Suo Motu cognisance of Lakhimpur Kheri Violence. To be heard tomorrow by a bench led by CJI NV Ramana. RE- VIOLENCE IN LAKHIMPUR KHERI (UP) LEADING TO LOSS OF LIFE @Uppolice @myogiadityanath #SupremeCourt pic.twitter.com/8ExIQYIr20
— Bar and Bench (@barandbench) October 6, 2021
গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে গাড়ির ধাক্কায় একাধিক কৃষকের মৃত্যু হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর কনভয়ের গাড়ি ছিল সেটি৷ অভিযোগ যে গাড়িটি কৃষকদের ধাক্কা মারে সেই গাড়ির ভেতরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র৷ পুলিশ জানিয়েছে, ওই দিন গাড়ি চাপা এবং সংঘর্ষের ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ৪ জনই কৃষক৷