নয়াদিল্লি: স্বস্তি পেলেন না সমাজকর্মী তিস্তা শেতলবাদ (Teesta Setalvad)। গুজরাত হাইকোর্টের (High Court of Gujarat) আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন সমাজকর্মী তিস্তা। শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের (Supreme Court of India) এক বিশেষ বেঞ্চ বসে তিস্তার আবেদন শোনার জন্য। তার আগে তিস্তা আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট। অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে তারা।
২০০২ সালে গুজরাত হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তিস্তার জামিনের আর্জি খারিজ করে দিল গুজরাতের উচ্চ আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই তিনি শীর্য আদালতের দ্বারস্থ হয়েছেন। তিস্তা অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়ার বিষয়ে একমত হতে পারেননি বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি পি কে মিশ্র। বিচারপতি ওকা বলেন, অন্তর্বর্তীকালীন সুরক্ষার বিষয়ে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাই আমরা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice D.Y. Chandrachud) তত্ত্বাবধানে একটি বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য অনুরোধ করছি। এই মামলার শুনানি এখন সেই বৃহত্তর বেঞ্চেই হবে।
আরও পড়ুন: Rajya Sabha Poll | রাজ্যসভার আসনে বিজেপির প্রার্থী সৌরভ গঙ্গোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী?
প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাট হিংসা ষড়যন্ত্র মামলার ভুয়ো প্রমাণ সাজানো এবং মিথ্যা মামলা করে সরকারি উচ্চ পদস্থ কর্তাদের ফাঁসানোর অভিযোগে গত বছর তিস্তা শেতলবাদ বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল গুজরাট পুলিশ। শনিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে গুজরাট হাইকোর্ট। তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেই আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন তিস্তা।