Placeholder canvas
কলকাতা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Supreme Court On OROP | এক পদ, এক পেনশন মামলায় বকেয়া মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ০৩:২৬:১৪ পিএম
  • / ১২১ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

নয়াদিল্লি: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের (Ex Servicemen) এক পদ, এক পেনশন (OROP) যোজনায় আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে তিনটি কিস্তিতে বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার এক নির্দেশে শীর্ষ আদালত কেন্দ্রকে জানিয়ে দেয়, ১০-১১ লক্ষ পেনশন প্রাপকের বকেয়া ওই সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে। ২০২২ সালের রায় মানতে বাধ্য কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ আদালত এও বলেছে, এ বছরের ৩০ জুনের মধ্যে ৭০ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে অন্তত একটি কিস্তির টাকা দিয়ে দিতে। এছাড়া ৬ লক্ষ মৃত সেনাকর্মীর বিধবা স্ত্রী এবং সাহসিকতার জন্য পদকপ্রাপ্তদের বকেয়া পেনশন ৩০ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার কেন্দ্রের পেশ করা মুখবন্ধ খামে বক্তব্য গ্রহণ করতে অস্বীকার করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, মুখবন্ধ খামের ব্যক্তিগতভাবে বিরোধী আমি। এতে কোনও স্বচ্ছতা থাকে না। আদালতের সামনে গোপনীয়তার কী আছে? এই ব্যবস্থার শেষ হওয়া দরকার।

আরও পড়ুন: Anubrata Mandal | মনীশের জেল হেফাজতের নির্দেশ, ঠিকানা কি তিহার জেল?

প্রসঙ্গত প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এর আগের দিন শুনানিতে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে (Central Government) তিরস্কার করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের (Ex Servicemen) ‘এক পদ, এক পেনশনের’ (OROP) বকেয়া চারটি কিস্তিতে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud) এবং বিচারপতি পিএস নরসিমা ও জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ প্রতিরক্ষা মন্ত্রককে গত ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বকেয়া টাকা চারটি কিস্তিতে দেবে কেন্দ্র।

সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি সেদিন আদালতে বলেন, ওপিআরপি-র বকেয়ার এক কিস্তি প্রাক্তন সেনাকর্মীদের দেওয়া হয়ে গিয়েছে। বাকি টাকা দিতে আরও কিছু সময় চায় কেন্দ্র। এর জবাবে বেঞ্চ জানায়, আপনারা আগে ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি তুলে নিন। যাতে বলা হয়েছে, বকেয়া চার কিস্তিতে মেটানো হবে। তারপর আমরা আপনাদের সময় চাওয়ার আবেদন নিয়ে বিবেচনা করব। 

২০ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ বিপরীত। কেন্দ্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে, বকেয়া পেনশন চার কিস্তিতে দেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল আদালত জানিয়ে দেয়, বকেয়া মেটানোর মেয়াদ, পরিমাণ ও কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তার একটি নোট প্রস্তুত করতে। বেঞ্চ জানায়, মামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখ পেনশন প্রাপকের মৃত্যু হয়েছে। তাই আমরা চাই যেসব সেনাকর্মীর বয়স বেশি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হোক।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি শীর্ষ আদালত প্রতিরক্ষা মন্ত্রককে বকেয়া পেনশন দিতে দেরি হওয়ায় তুলোধনা করে। এ বিষয়ে মন্ত্রকের সচিবের কাছে ব্যাখ্যাও দাবি করে আদালত। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট ১৫ মার্চের মধ্যে ওআরওপি-র বকেয়া মেটানোর সময়সীমা ধার্য করে দিয়েছিল। কিন্তু, আচমকা ২০ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়, বকেয়া পেনশন চার বছরে চারটি কিস্তিতে মেটানো হবে।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, আপনি মন্ত্রকের সচিবকে গিয়ে বলে দেবেন ওই বিজ্ঞপ্তি জারির জন্য আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারি। ফলে উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন। বিচার প্রক্রিয়ার মান্যতা দিতে হবে। হয় সচিব বিজ্ঞপ্তি তুলে নেবেন, অথবা আমরা তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করব। আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

দু’ দেশের পতাকা হাতে ভারত-পাক মৈত্রীর বার্তা দিলেন পাকিস্তানি অ্যাথলিট
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
বিজেপির ১০ শীর্ষ নেতা তৃণমূলে আসার অপেক্ষায়, দাবি অভিষেকের
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফার আগেই রাজ্যে আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন দিলীপ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
বিশ্বকাপের দলে হার্দিককে রাখলেন না বীরু
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
কেষ্ট মাটির ছেলে, আউশগ্রামের সভায় সার্টিফিকেট মমতার
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
মনোনয়ন জমা দিতে গিয়েও বিতর্কে জড়ালেন অধীর
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
দেবাংশুকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
অন এয়ার নোংরা শব্দ বলে বসলেন সাংবাদিক!
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট আদালতে
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
টাকা ফেরত দিন চাকরিহারাদের, না হলে কলার ধরব: দিলীপ ঘোষ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
ওরা চাকরি খায়, শিক্ষক ও সরকারি কর্মীরা বিজেপিকে ভোট দেবেন না, মন্তব্য মমতার
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ, বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
Aajke | অমিত শাহের ভোট প্রচার মানে মিথ্যের ফুলঝুরি
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
শিক্ষক ঘাটতি হলে বিজেপি, আরএসএস পড়াতে রাজি আছে, বললেন দিলীপ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team