নয়াদিল্লি: দেশে ফিরতেই ফের আদালতের গেরোয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে অব্যাহতি না দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এদিন রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই তদন্তে অন্তর্বর্তী রেহাই চেয়ে আনা রাজ্যের আবেদন নাকচ করেছিল কলকাতা হাইকোর্ট। তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
উল্লেখ্য, গত মাসে কলকাতা হাইকোর্টে ইডি জানিয়েছিল, তৃণমূল সাংসদের বিরুদ্ধে ৩১ জুলাই পর্যন্ত কোনও ব্যবস্থা নেবে না তারা। প্রসঙ্গত, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক-অশিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন না শোনায় এবার অভিষেককে এই তদন্তে জিজ্ঞাসাবাদের দরজা খুলে গেল ইডি-সিবিআইয়ের কাছে।