শারুখের পাঠানকে ছাড়িয়ে গেল সানি দেওলের ‘গদর ২’। অনিল শর্মা পরিচালিত সিনেমা ‘গদর’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। তার ২২ বছর পর মুক্তি পেয়েছে এই সিনেমার সিকুয়েল। সানি ও আমিশাকে নিয়ে ফিরেছেন পরিচালক অনিল শর্মা। আর তাতেই ধামাকা শুরু হয়েছে। যা হার মানিয়ে দিয়েছে পাঠানের সমস্ত রেকর্ড।
গত ১১ অগাস্ট সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গদর ২, আর মুক্তির প্রথ সপ্তাহেই ১০০ গন্ডি পেরিয়েছে। এরপর দ্বিতীয় সপ্তাহে শুক্রবার আরও এক নতুন দৃষ্টান্ত গড়েছে এই সিনেমা। দ্বিতীয় সপ্তাহে ৩০০ কোটির ক্লাবে পা রেখেই শাহরুখ আমির টপকে গেল গদর। বক্স অফিস ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী মুক্তির পরে দ্বিতীয় শুক্রবার শাহরুখের ‘পাঠান’ ব্যবসা করেছিল ১৩ কোটি টাকা। আমিরের ‘দঙ্গল’ ও সালমানের ‘বজরঙ্গি ভাইজান সিনেমার ঝুলিতে এসেছিল যথাক্রমে ১৮ কোটি ও ১২ কোটি ৭৫ লাখ টাকা। সেখানে সানির ‘গদর-২’ ব্যবসা করেছে প্রায় ২০ কোটি টাকা।
এদিকে গত বছরের বাণিজ্যিকভাবে সফল সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইল্স’র ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে ‘গদর ২’। দ্বিতীয় শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ব্যবসা করেছিল প্রায় ১৯ কোটি টাকা। সিনেমার এই সাফল্যের কারণে যথেষ্ট উৎসাহ বেড়েছে কলাকুশলীদের। গদর ২ সিনেমার নির্মাণ নিয়ে একটি অনুষ্ঠানে নির্মাতাদের প্রশ্ন করা হলে উত্তরে অনিল শর্মা বলেন, একটু অপেক্ষা করুন। সবুরে যে মেওয়া ফলে, তার প্রমাণ তো চোখের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে তৃতীয় সিনেমার সম্ভাবনার আশা জিইয়ে রেখেই ইতি টেনেছে ‘গদর ২’।