বারাসত: দত্তপুকুরের (Duttapukur) নীলগঞ্জে বেআইনি বাজি (Firecracker) কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি (Letter) দিলেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। এই বিস্ফোরণের পিছনে জঙ্গি (Militant) কার্যকলাপের হাত থাকতে পারে বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। শাহকে চিঠিতে সুকান্ত লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে জানাচ্ছি, রাজ্যের দত্তপুকুরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে অসংখ্য মৃত্যু ও সম্পত্তিহানি হয়েছে। সেকারণে এরকম মর্মান্তিক ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ উদ্ধারে সর্বাত্মক নিরপেক্ষ তদন্তে প্রয়োজন বলে আমি মনে করি।
স্থানয় বাসিন্দারা দাবি করেছেন, অন্ততপক্ষে ৬-৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু মিছিল আরও বাড়বে বলে আশঙ্কা। বিস্ফোরণের তীব্রতা গভীর উদ্বেগজনক। যেকারণে বিস্ফোরণের উৎস্য, কারণ এবং কোন ধরনের অপরাধী এই ঘটনায় যুক্ত তা খুঁজে বের করা জরুরি।
আরও পড়ুন: ট্রেনে বসার আসনকে ঘিরে গণ্ডগোল, টিএমসিপির মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগ
সর্বোপরি স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, এই বেআইনি বাজি কারখানাগুলি সম্পর্কে পুলিশ অবগত ছিল। তাঁদের অভিযোগে কর্ণপাত করেনি পুলিশ। বহুবার রাজ্যের পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন। এই ধরনের ঘটনা প্রমাণ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাই কেন্দ্রীয়ভাবে এর তদন্ত হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হয়।
নীলগঞ্জের বিস্ফোরণের ভয়ঙ্কর দিক লক্ষ্য করে নিরাপত্তার খাতিরে আপনাকে অনুরোধ জানাচ্ছি, জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এর তদন্ত করা হোক। যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসে। ক্ষতিগ্রস্ত ও মৃতদের পরিবার সুবিচার দাবি করছেন। তাঁরা চাইছেন যাতে এধরনের ঘটনা আর না ঘটে। এই বিষয়ে আপনার দ্রুত পদক্ষেপ চাই। যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছয় যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবন-জীবিকার সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে দায়বদ্ধ।