কলকাতা টিভি ওয়েব ডেস্ক : নৃত্য শিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রন ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি বিমানবন্দরে তাঁর কৃত্রিম পা খুলে সিকিউরিটি চেকিংয়ের বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দেন। এমনকি প্রধানমন্ত্রীর কাছে সিনিয়র সিটিজেন কার্ডেরও আর্জি করেন।
এই ভিডিওতে ৫৬ বছর বয়সি সুধা চন্দ্রন বলেছেন, যখনই তিনি পেশাদার ভ্রমণের কারণে বিমানবন্দরে পৌঁছান, তখন প্রতিবারই তাঁকে নিরপাত্তার কারণে তল্লাশি করা হয়। আর প্রতি বার মানা করার সত্ত্বেও তাঁকে পরীক্ষার কারণে নিজের কৃত্রিম পা খুলতে বলা হয়।
এই নিয়েই ইন্সটাগ্রামের ভিডিওতে তিনি নিজের ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, এটি একটি খুব ব্যক্তিগত বিষয়। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বলতে চাই, কেন্দ্রীয় সরকারের কাছেও একটি আবেদন, আমি সুধা চন্দ্রন, পেশায় একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী যে কৃত্রিম অঙ্গ দিয়ে নৃত্য করে নিজের দেশকে একসময় তিনি উপস্থাপনা করেছি। গর্বিত করেছি নিজের দেশকে। তাঁর পরেও বিমানবন্দরে এহেন ব্যবহার করা হয়। মানা করলেও তাতে আমল দেয় না বিমানবন্দর কর্তৃপক্ষ। অথচ এটার কী কোনও প্রয়োজন আছে ?’ এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কাছে সিনিয়র সিটিজেন কার্ডের আর্জি জানান। যাতে এই ধরণের সমস্যা আর বিমানবন্দরে না হয়।
আরও পড়ুন – ৫২ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়েব প্ল্যাটফর্ম গুলি অংশ নেবে
নৃত্য শিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রন নিজের জীবনের প্রতিকূলতাকে জয় করেছেন। ষোলোতম জন্মদিনের আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ছিন্নভিন্ন হয়ে যায় সুধার স্বপ্ন। তিরুচিরাপল্লীতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন সুধা। দুর্ঘটনার পরে শারীরিক আঘাতের থেকেও মানসিক আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন সুধা। আর কোনও দিন নাচতে পারবেন না।
তারপর পরিস্থিতি বদলায়। কৃত্রিম পা দিয়েই স্বপ্ন পূরণ করেছেন তিনি। ১৯৮৪ সালে মুক্তি পায় সুধার জীবনের উপর তৈরি ছবি তেলুগু ছবি ‘ময়ূরী’। তিনি নিজেই অভিনয় করেন নিজের ভূমিকায়। এর প্রায় দু’বছর পরে মুক্তি পায় এর হিন্দি সংস্করণ ‘নাচে ময়ূরী’। ‘ময়ূরী’ ছবিতে অভিনয়ের জন্য সুধা জাতীয় পুরস্কারে পুরস্কৃত হন। উজ্জ্বল করেছেন দেশের নাম। এরপরেও তাঁকে এই ধরণের হেনস্থার শিকার হতে হয়েছে। মুহূর্তেই সুধার ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। এহেন ঘটনার নিন্দা করেন সকলে।