কলকাতা: তৃণমূল কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে বুথ লুঠ করতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নয়াগ্রামে এক নির্বাচনী সভায় বুথ লুঠ মোকাবিলার দাওয়াই ও বাতলে দেন বিরোধী নেতা। তিনি বলেন, শাসকদল বুথ লুঠ করতে এলে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেবেন। তাঁর আরও নিদান, ভোটের আগের দিন থেকে গণনা পর্যন্ত রাত জাগতে হবে। এছাড়া স্ট্রং রুম পাহারা দিতে হবে। শুভেন্দু বলেন, এই কটি কাজ করতে পারলেই পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূল শেষ হয়ে যাবে।
এদিন নয়াগ্রামে দলীয় প্রার্থীদের সমর্থনে শুভেন্দু রোড শো করেন। চাঁদাবিলা থেকে খড়িকামাথানি পর্যন্ত পদযাত্রার মাঝে তৃণমূলের পার্টি অফিসের ছাদ থেকে দলীয় কর্মীরা পতাকা হাতে শুভেন্দুর বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন। কাউকে কাউকে শুভেন্দু নাম করে হুমকি দিতেও শোনা যায়। পদযাত্রা থেকে বিজেপি সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। তাদের মুখেও আপত্তিকর শব্দ শোনা যায়। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ অবশ্য শুভেন্দুর পদযাত্রাকে নিরাপদে পার করিয়ে দেয়।
আরও পড়ুন: Panchayat Election 2023 | রাজ্যে ১৯০ জন বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার তৃণমূলের
পরে একসভায় শুভেন্দু বলেন, আমি নন্দীগ্রামে সিপিএমের অনেক দাপুটে নেতাকে চমকে এসেছি। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমাকে এসব করে দমিয়ে রাখা যাবে না।
এদিকে নদিয়ার কৃষ্ণনগরে প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) দলীয় কর্মীদের ভোটের দিন বুথ না ছাড়ার পরামর্শ দেন। তিনি বলেন, শপথ নিতে হবে যে, কেউ বুথ ছাড়বেন না। মাথা ফাটবেস, পা ভাঙবে, দরকার হলে মাথা ফআটাতে হবে। কিন্তু বুথ ছাড়া যাবে না। একই ভাবে গণনা কেন্দ্রেও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে দলের কর্মী সমর্থকদের।
রাজ্য সভাপতি বলেন, তৃণমূল যদি রক্তের খেলা খেলবে বলে মনে করে, তবে বিজেপিকেও সেই খেলায় নামতে হবে। তখন যেন বিজেপিকে দোষ না দেওয়া হয়। তাঁর আরও হুমকি, নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে বিজেপিই ব্যবস্থা নিতে বাধ্য হবে।