নিউইয়র্ক: স্ট্রবেরি মুন (Strawberry Moon)-এটা আপনাদের কাছে অপরিচিত মনে হতে পারে। তবে এর একটা ইতিহাস আছে। একে ঘিরে বিভিন্ন প্রথা চালু রয়েছে। যাকে বলা হয় ফুল মুন বা সমগ্র চাঁদ দেখা যায়। উত্তর আমেরিকায় (North America) এটি দৃশ্যমান হয়। পুরদস্তুর চাষের (harvest season) জুন মাসের এই সময়কে স্ট্রবেরি মুনের সঙ্গে তুলনা করেন তাঁরা। আকাশে (Sky) পূর্ণ চাঁদ (Full Moon) দেখা যাওয়ার নাম ঠিক করা নতুন নয়। প্রতি বছর পুরো চাঁদ বা ফুল মুনকে নতুন নামে অভিহিত করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নাম দেওয়ার প্রথা চালু রয়েছে। ঋতু পরিবর্তনকে ধরার জন্য এই নাম দেওয়া হয়। এই সময় উত্তর আমেরিকায় স্ট্রবেরি চাষের পূর্ণ সময়। সেজন্য স্ট্রবেরি নাম দেয়া হয়েছে।
এবার প্রশ্ন উঠতে পারে স্ট্রবেরি মুন কী সত্যিই স্ট্রবেরি? স্ট্রবেরি চাঁদ রাতের আকাশে দেখা যায়। তার মানে এটা নয় যে এর রঙ স্ট্রবেরির মতোই হতে হবে। সাধারণ জলবায়ুতে এটা হাল্কা হলুদ রঙের দেখা যায়। কিংবা হাল্কা সোনালি রঙের দেখা যায়। কখন দেখা যাবে? খাতায় কলমে এবছর জুন মাসে তিন তারিখে রাত ১১টা ৪২ মিনিটে দেখা যাবে। ওই সময়টা সবচেয়ে ভালো দেখা যাবে। তবে এটা সাধারণত সারা রাত ধরে থাকবে। স্ট্রবেরি চাঁদ মিথুন ঋতুতে পরিলক্ষিত হয়। জ্যোতিষির হিসেবে যা বোঝায় খুব কৌতূহলের। শক্তি ও আধ্যত্মিক চেতনাকে জাগ্রত করার বোঝায়। এটা আবেগ, সম্পর্ককে প্রভাবিত করে। নিজেকে যত্ন নিতে বলে। এই সময় ফল চাষে যত্ন নেয় সেখানকার শ্রমিকরা।
আরও পড়ুন: Samantha | Vijay | Relationship | গোপনে প্রেম! সামান্থা-বিজয় ডেটিং করছে!
তাহলে কখন স্ট্রবেরি মুন দেখা যাবে? শনিবার রাত ১১টা ৪২ মিনিটে। কে প্রথম স্ট্রবেরি মুন টার্ম ব্যবহা করেছিলেন? আমেরিকান অ্যালগনকুইয়ান। তবে অনেকে বলছেন শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এটা দেখা যাবে। শুধু উত্তর আমেরিকা বা আর্জেন্তিনা নয় বিভিন্ন মহাদেশ থেকে এটা দেখা যাবে। কেউ কেউ একে হট মুন, রোজ মুন নামেও ডাকে। এই সময়কে চাঁদকে অত্যন্ত উজ্জ্বল দেখাবে। আমেরিকার বিশেষ উপজাতিরা একে স্ট্রবেরি মুন নামে ডেকে থাকেন। অস্তগামী সূর্যের ঠিক বিপরীতে পূর্ব দিকে এই চাঁদের আবির্ভাব হবে। ঠিক সূর্য ওঠার উল্টোদিকে এর বিসর্জন হবে। চাঁদ অস্তে যাবে। এটা বছরে ষষ্ঠবার পুরো চাঁদ দেখা যাবে। এর পরের পূর্ণ চাঁদ দেখা যাবে জুলাই মাসের তিন তারিখে। যাকে ডাকা হবে অন্য নামে।