বাঁকুড়া: শালতোড়ায় বিজেপি (BJP) বিধায়ক চন্দনা বাউরীর (Chandana Bauri) গাড়িতে হামলা। অভিযোগ, তাঁর গাড়ি ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার শালতোড়ার নেতাজী সেন্টেনারি কলেজে গননার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে শিবিরে বসেছিলেন বিধায়ক। সেই সময় আচমকাই বেশ কিছু তৃনমূল কর্মী বিজেপির শিবির লক্ষ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী ব্যাপক পাথর বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। দুস্কৃতীদের ছোঁড়া পাথরে আহত হন শিবিরের বেশ কয়েকজন বিজেপি কর্মীও। ভাংচুর করা হয় চন্দনা বাউরীর গাড়ি সহ বিজেপি কর্মীদের একাধিক গাড়ি।
বিজেপির অভিযোগ, তৃনমূল কর্মীরা পরিকল্পিত ভাবেই বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে।
এদিকে ভোট গণনার সকালেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকে। পঞ্চায়েতের দখল কি এবারও থাকবে ঘাসফুল শিবিরের হাতে? কেমন ফল করবে বিরোধীরা? উত্তর রয়েছে ব্যালট বক্সে। চলছে গণনা। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত বিধায়ক তাপস সাহা। তাঁকে গলায় ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তৃণমূল বিধায়ক নন, তৃণমূল কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এদিকে গণনা চলাকালীন বোমা বিস্ফোরণে (Bomb Blast) উড়ে গেল বাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর থানার আমলাই গ্রামে। ঘটনাস্থল থেকেই উদ্ধার কুড়ির বেশি সকেট বোমা। কে বা কারা কি উদ্ধেশ্যে এই বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।