বেঙ্গালুরু: গোটা বিশ্বে প্রায় ৫০ লক্ষ ব্যক্তির ডেটা চুরি হয়েছে এবং তা বট মার্কেটে বিক্রি হয়েছে। পঞ্চাশ লক্ষের মধ্যে ৬ লক্ষ ভারতীয় রয়েছেন। ভারতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডেটা চুরি যাওয়ার ঘটনায়। বিশ্বের অন্যতম বৃহত্তম ভিপিএন পরিষেবা প্রদানকারী (VPN Service Provider) সংস্থা নর্ডভিপিএন (NordVPN) এই কথা জানিয়েছে।
বট মার্কেট (Bot Market) হল এমন একটি জায়গা, যেখানে চুরি যাওয়া ডেটা হ্যাকাররা (Hacker) বিক্রি করে। এই ডেটা হ্যাকাররা বট ম্যালওয়্যারের (Bot Malware) মাধ্যমে ব্যক্তির ফোন থেকে চুরি করে। লিথুনিয়া (Lithuania)-র নর্ড সিকিউরিটি (Nord Security)-র নর্ডভিপিএন জানিয়েছে, চুরি যাওয়া ডেটার মধ্যে রয়েছে ইউজারদের লগইন (User Logins), কুকিজ (Cookies), ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট (Digital Fingerprints), স্ক্রিনশট (Screenshots) এবং আরও অন্যান্য তথ্য। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির ডিজিটাল আইডেন্টিটি (Digital Identity)-র তথ্যের গড় দাম ভারতীয় মুদ্রায় ৪৯০ টাকা (৫.৯৫ মার্কিন ডলার)।
ইন্টারনেটে বট মার্কেটের সূচনা হয়েছে ২০১৮ সালে। তারপর থেকে বিগত চার বছর ধরে নর্ডভিপিএন চুরি যাওয়া এই সমস্ত ডেটা ট্র্যাক করে আসছে। তাতেই এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সাইবার সিকিউরিটি নিয়ে ভারত ভীষণ চিন্তিত। বারবার তথ্য চুরি যাওয়ার ঘটনা ঘটছে। গত নভেম্বরের ২৩ তারিখ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর একাধিক সার্ভার সাইবার হানায় আক্রান্ত হয়। এই হাসপাতাল বিভিন্ন মন্ত্রী, রাজনীতিবিদ এবং সাধারণ ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা প্রদান করে। তার এক সপ্তাহ পরই ৩০ নভেম্বর ব়্যানসামওয়্যার (Ransomware) হামলার ঘটনায় আক্রান্ত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। চব্বিশ ঘণ্টায় ছয় হাজার বার হ্যাকিংয়ের প্রচেষ্টা চালানো হয়।
চলতি বছরের গোড়ার দিকে ভারতে সাইবার নিরাপত্তা আইনে কড়াকড়ি করা হয়েছে। নিয়ম অনুয়ায়ী, বিভিন্ন টেক কোম্পানিগুলিকে ডেটা লিক হওয়া কিংবা সাইবার হামলার ঘটনা নজরে আসার ৬ ঘণ্টার মধ্যে জানাতে হয় ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team – CERT)-কে, পাশাপাশি গত ছয় মাসের আইটি এবং কমিউনিকেশন লগ (IT and communications logs) বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নর্ডভিপিএন তিনটি বড় বট মার্কেট নিয়ে অধ্যয়ন করেছে – জেনেসিস মার্কেট (Genesis Market), রাশিয়ান মার্কেট (Russian Market) এনং ২ইজি (2Easy)। ডার্ক ওয়েব মার্কেটের (Dark Web Markets) থেকে বট মার্কেটের পার্থক্য হল, এখানে একটি জায়গাতেই কোনও ব্যক্তি সম্পর্কে বৃহৎ পরিমাণ ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই নিশ্চয়তাও থাকে, সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে কোনও নতুন তথ্য এলে সঙ্গে সঙ্গেই তা আপডেট করে দেওয়া হয়। কারণ সংক্রমিত ডিভাইস থেকে ক্রমাগত ডেটা পাঠাতে থাকে ম্যালওয়্যার এবং ব়্যানসামওয়্যার। নর্ডভিপিএন-এর গবেষকরা যে তথ্য পেয়েছেন, তা থেকে জানা যাচ্ছে ৬৬৭ মিলিয়ন কুকিজ, ৮১,০০০ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টস, ৫,৩৮,০০০ অটো-ফিল ফর্ম, ডিভাইস স্ক্রিনসন এবং ওয়েবক্যাম স্ন্যাপ চুরি গিয়েছে ৫০ লক্ষ ইউজারের।