কলকাতা: আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার রাজ্যের ২২ টি জেলায় যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান দোকান, কলকারখানা সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি (Holiday) থাকবে। রাজ্য সরকারির কর্মীদের (State Govt Employees) জন্য ভালো খবর হল ছুটি খাকলেও ওই দিনের বেতন মিলবে।
আর মাত্র এক দিন বাকি তারপরই শনিবার রাজ্যের ২০টি জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ আসনে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, দীর্ঘ দুদশক পর পাহাড়ে দার্জিলিং ও কালিম্পং জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির আসনে দ্বিস্তীয় নির্বাচন হতে চলেছে। শনিবার ভোটের দিন যেসব এলাকায় ভোট হবে সেই সব এলাকায় সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরা। ২২টি জেলার জেলাশাসকের কাছে এই নোটিস পাঠানো হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবেতন ছুটি দেওয়ার বিষয়টি মঞ্জুর করেছে রাজ্যের অর্থ দফতর। রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার এমন ব্যক্তিদেরও সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের শ্রম দপ্তরের নির্দেশ, বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, অধিগৃহীত সংস্থা বা দোকানকে এই নীতি মানতে হবে। তাদের প্রতিষ্ঠানে কর্মরত যে সব কর্মী পঞ্চায়েতের ভোটার তাঁদের ৮ জুলাই সবেতন ছুটি দিতে হবে। রাজনৈতিক মহলের মতে ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বাড়াতে সবেত ছুটির ধোণা করা হয়েছে।