কলকাতা: শুভেন্দু অধিকারীর মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য সরকার। মঙ্গলার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে রাজ্যের তরফে। একই সঙ্গে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পান শুভেন্দু অধিকারী। হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
নতুন এফআইআর হলে শুভেন্দুকে জানাতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের হয়েছিল। যার মধ্যে নন্দীগ্রাম, কাঁথি, পাশকুড়া থানার মামলার তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। তবে তমলুক, মানিকতলা থানার মামলার তদন্ত চলবে পুলিশ।
আরও পড়ুন- প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলা, হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন শুভেন্দু
বিচারপতি রাজশেখর মান্থা সোমবার নির্দেশ দিয়েছেন, আপাতত শুভেন্দুকে কোনও মামলায় গ্রেফতার করা যাবে না। তবে তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। যেহেতু তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তাই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারণের সময় তাঁর মর্যাদার কথা বিবেচনা করতে হবে।
আরও পড়ুন-ভবানীপুর উপ নির্বাচনে মমতার বিপরীতে শুভেন্দু নয়: দিলীপ ঘোষ
প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলায় সোমবার শুভেন্দুকে ভবানীভবনে তলব করেছিল সিআইডি। কিন্তু বিরোধী দলনেতা তদন্তের মুখোমুখি হননি। হাইকোর্টের পর্যবেক্ষণ, সিআইডি বা পুলিশ হঠাৎ জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেই তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব না-ও হতে পারে।