নয়াদিল্লি: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়, পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) জানাল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মামলার শুনানি আগামিকাল মঙ্গলবার। এমনটাই সোমবার জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্য নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দিয়ে জানাল সুপ্রিম কোর্ট।
গত বৃহস্পতিবার গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ বলা হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবারই শীর্ষ আদালতে ই-ফাইলিংয়ের মাধ্যমে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। সোমবার সেই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। মূল মামলার শুনানি আগামিকাল হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। আবেদগনে কমিশন জানায়, তারা শুধু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারে। কিন্তু বাহিনী চাইতে পারে না। অথচ হাইকোর্ট সে রকমই নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য সরকারও একই ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কমিশন এবং রাজ্য সরকার ১৫ দফা প্রশ্ন হাজির করেছে এসএলপির আবেদনে।
এদিকে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী মামলা দায়েরের অনুমতি চেয়ে জানান, হাইকোর্ট গত বৃহস্পতিবার ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে আবেদন করতে বলেছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়নি, যা আদালত অবমাননা শামিল। শুভেন্দু অধিকারীর আইনজীবীকে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি টি এস শিভগননমের ডিভিশন বেঞ্চ। এদিনই কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর আইনজীবীও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।আইনজীবীর বক্তব্য, হাইকোর্ট ১৩ জুন ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন তা মানছে না। তাই আদালত অবমাননার মামলা দায়ের অনুমতি দিক ডিভিশন বেঞ্চ। আদালত তাঁকেও মামলা দায়েরের অনুমতি দিয়েছে।