কলকাতা: আপাতত স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি শুরু হয়েছে তাঁর (Corona positive sourav Ganguly)। মঙ্গলবার উডল্যান্ড হাসপাতালের সিইও ডাঃ রুপালী বসু এ কথা জানান। সোমবার গভীর রাতে করোনার মৃদু উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন তিনি৷ দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন সৌরভ। লালারস পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে খবর, ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু এবং সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গড়া হয়েছে মেডিক্যাল বোর্ডও। যেহেতু তার হার্টে ব্লকেজ ধরা পড়েছিল এবং তিনটি স্টেন্ট বসানো রয়েছে, তাই তাঁর শারীরিক অবস্থা নজরে রাখতে চিকিৎসক দেবী শেঠী, আফতাব খানের সঙ্গে হাসপাতালে থেকে যোগাযোগ রাখা হচ্ছে।
একইসঙ্গে ওমিক্রনে তিনি আক্রাত কি না তা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন Sourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ, ভরতি হাসপাতালে
এ বছর জুলাইতে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস এবং বৌদি ৷ এবার আক্রান্ত হলেন মহারাজ৷ তবে প্রাক্তন ভারত অধিনায়কের অবস্থা স্থিতিশীল। বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন AUSvsENG: অ্যাশেজ ঘিরে করোনা হানা! সিরিজে সংশয়?