কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের সচিবকে ঢুকতে দিল না সিআরপিএফ। বৃহস্পতিবার এসএসসি ভবনে তিনি এলে সিআরপিএফ তাঁকে ফিরিয়ে দেয়। সিআরপিএফ তরফে জানানো হয়, তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে এসএসসি দফতর আচার্য সদনের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর কাঁধে তুলে দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে শুনানি চলে। রাত সাড়ে দশটা থেকে শুনানি শুরু হয়। এক ঘণ্টা শুনানি চলার পর আদালতের নির্দেশ দেয়, অবিলম্বে এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব তুলে নেবে সিআরপিএফ। রাত ১২টার পরই আচার্য সদনের দখল নেবে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসএসসি দফতর ঘিরে থাকবে তারা।
আরও পড়ুন: Panagarh Dead Body: পানাগড়ে দুদিন ধরে মায়ের মৃতদেহ আগলে ছেলে
আদালতের এই নির্দেশের কপি অবিলম্বে পাঠানো হয়েছে সিআরপিএফকে। সেই সঙ্গে বিচারপতির চেম্বার থেকে কেন্দ্রীয় বাহিনীর অফিসে ফোন করা হয়। একমাত্র সিবিআই আধিকারিকরা এসএসসি অফিসের ভিতরে ঢুকতে পারবেন। নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের আশঙ্কায় বুধবার রাতেই হাইকোর্টের দ্বারস্থ হন এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলাকারীরা। তাঁদের দাবি, তথ্য নষ্ট করা হতে পারে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। এরপরই এসএসসি ভবন ঘিরে ফেলার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভবনের ভিতরে কাউকে ঢুকতে না দেওয়ার নির্দেশ হাইকোর্টের।