কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির আরও দুই সদস্যকে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওই দুই সদস্য হলেন সমরজিৎ আচার্য এবং আলোক সরকার। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কমিটির বাকি সদস্যদেরও ডাকতে পারবে সিবিআই।
উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে জানান, সিবিআই ডাকলেই তাঁর মক্কেল যাবেন। তিনি তদন্তে সবরকমের সহযোগিতাও করবেন। তবে সার্ভে পার্ক থানার পুলিস তাঁকে সঙ্গে করে নিয়ে যাবে, নির্দেশের এই অংশটুকু বাদ দেওয়া হোক। যদিও আদালতে এ প্রসঙ্গে কিছু জানায়নি।
এদিন সিবিআই আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। মঙ্গলবার শান্তিপ্রসাদকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই সংক্রান্ত রিপোর্টই পেশ করা হয়। আদালত নির্দেশ দিয়েছিল, যে ৯৮ জনের নিয়োগকে কেন্দ্র করে এই মামলা, সিবিআই তাদেরও নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ফিরোজ এডুলজি জানান, ৯৮ জনের মধ্যে তিন জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবদের জন্য নোটিস দেওয়া হয়েছে।
আদালত বুধবার জানিয়েছে, সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। মামলা ডিভিশন বেঞ্চের বিচারাধীন বলে পরবর্তী শুনানি ২৭ এপ্রিল। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা এখন শুনছে বিচারপতি এস পি তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ। উপদেষ্টা কমিটির পাঁচ সদস্য ওই বেঞ্চে আপিল করেছেন। গত দুদিনে ডিভিশন বেঞ্চ গড়া নিয়ে একের পর এক নাটক হয় হাইকোর্টে। বেঞ্চের সদস্যদের নাম ঘোষণা করা মাত্রই তাঁরা মামলা থেকে অব্যাহতি চান। দুদিনে চারবার নতুন বেঞ্চ গঠনের কথা ঘোষণা করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। অবশেষে মঙ্গলবার বিকেলে বিচারপতি এস পি তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের নেতৃত্বে বেঞ্চ গঠন করা হয়।