কলম্বো: বিক্ষোভকারীদের দাবি মেনে সরলেন রাজাপক্ষে ভাইদের একজন৷ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷
স্বাধীনতার পর চরম আর্থিক কষ্টে জর্জরিত শ্রীলঙ্কা জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি৷ সোমবার ফের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান সরকার বিরোধীরা৷ তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজাপক্ষের সমর্থকরা৷ অচিরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা৷ দু’পক্ষের হাতাহাতিতে আহত হন ২০ জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে কার্ফু জারি করে সরকার৷ রাজধানীর রাস্তায় টহল দিতে নামানো হয় সেনাবাহিনী৷
দেশজুড়ে এই ডামাডোল পরিস্থিতিতে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷ ইস্তফা দিয়েছেন দ্বীপরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সি জয়াসুমানা৷ দু’জনেই তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষের কাছে৷ টুইট করে দেশবাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন মাহিন্দ্রা রাজাপক্ষে৷ জানান, হিংসা থেকে আরও হিংসার জন্ম নেবে৷ তাই সবাই শান্ত হন৷ দেশ যে আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজার কাজ শুরু করেছে প্রশাসন৷ এই টুইট করার ঘণ্টাখানেক বাদে আরও একটি টুইট করে ইস্তফা দেওযার কথা ঘোষণা করেন তিনি৷
While emotions are running high in #lka, I urge our general public to exercise restraint & remember that violence only begets violence. The economic crisis we're in needs an economic solution which this administration is committed to resolving.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 9, 2022
Effective immediately I have tendered my resignation as Prime Minister to the President.
අගමැති ධූරයෙන් ඉල්ලා අස්වීමේ ලිපිය ජනාධිපතිතුමා වෙත යොමු කළෙමි.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 9, 2022
আরও পড়ুন: Babul Supriyo CBI: বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের
অন্যদিকে গণরোষের মুখে পড়ে মৃত্যু হয় শাসক দলের এক সাংসদের৷ রাস্তায় বেরনোর পর অমরাকীর্তি আথুকোরালা নামে ওই সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান সরকার বিরোধীরা৷ তখন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন ওই সাংসদ৷ এতে গুরুতর জখম হন দুই ব্যক্তি৷ পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সাংসদের মৃতদেহ৷